পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, ভাঙড় : মনোনয়ন পর্বের (Nomination Filing) নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেলেও লাগামহীন হিংসা জারি ভাঙড়জুড়ে। কার্যত দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে কলকাতা লাগোয়া ভাঙড় ২। পুলিশের (Police) সামনেই অবাধে চলেছে যাবতীয় সন্ত্রাস।
মুড়ি-মুড়িক মতো বোমা পড়ল। চলল গুলি। বাদ গেল না সংবাদমাধ্যমও। একদিকে যেখানে দৃষ্কৃতীদের বাদ দিয়ে মিডিয়াকে আটকাতে ব্যস্ত রইল পুলিশ। তেমনই আবার উল্টোদিকে, মিডিয়াকে খবর করতে বাধা দিতে তাঁদেরকে দেখলেই বোমা-গুলি ছোড়া হয়েছে।
মাথায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু, দাবি আইএসএফ (ISF) কর্মীদের। বিডিও অফিসের মধ্যেই আইএসএফ প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই ! আজও ভাঙড়ে আইএসএফ প্রার্থীদের মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আইএসএফ-এর। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বিকেল ৩ টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় নির্ধারিত হয়েছিল। শাসকদলের বাধার মুখে পড়ে আইএসএফ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ। আর মনোনয়ন পর্বের সময় শেষ হয়ে যাওয়ার পরও বোমা-গুলির বহর জারি থাকল ভাঙড়ে।
আরও পড়ুন- পর পর উড়ে এল ৩০টি বোমা, পুলিশ-RAF থাকতেও চলল গুলি, মনোনয়নের শেষ দিনও অগ্নিগর্ভ রইল ভাঙড়
মনোনয়ন পর্বের ফাইনাল ডে-তে সকাল থেকেই বোমা-গুলিতে তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। মনোনয়ন কেন্দ্রের সামনে পরপর ২টি বোমা বিস্ফোরণ হয়। পুলিশকে থোড়াই কেয়ার তৃণমূল কর্মীদের। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ভাঙড় ১ নম্বর ব্লক অফিসে মনোনয়ন কেন্দ্রের বাইরে অবৈধ জমায়েত। লাঠি হাতে মিছিল করছেন শাসকদলের কর্মী, সমর্থকরা। নিধিরাম পুলিশের সামনেই জামার পিছনে লাঠি গুঁজে মনোনয়ন কেন্দ্রের সামনে মিছিল করেন তৃণমূল কর্মীরা। মোতায়েন রয়েছে র্যাফ। ক্যামেরা দেখে পুলিশ সক্রিয় হয়ে ভিড় হঠানোর চেষ্টা করলেও, অকুতোভয় তৃণমূল কর্মীরা। বিডিও অফিসের গায়েই বাড়ি, তাই রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা। অবৈধ জমায়েত নিয়ে সাফাই তৃণমূল নেতার।
মনোনয়ন মানেই যেন অশান্তি। বাংলায় পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে চোখে পড়েছে এই ছবি। মনোনয়নের প্রথম দিন মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হয়েছিলেন কংগ্রেস কর্মী। দ্বিতীয় দিন মুর্শিদাবাদেরই ডোমকলে অস্ত্র নিয়ে বিডিও অফিস পাহারা দিতে দেখা গিয়েছিল শাসক নেতাকে। তৃতীয় দিনের মনোনয়নে দেখা গিয়েছিল রক্তপাত। মনোনয়নের চতুর্থ দিনে ভাঙড় থেকে ক্যানিং, গুলি-বোমাবাজি দেখেছে বাংলা। মনোনয়নের পঞ্চম দিন, জেলায় জেলায় বোমাবাজি, সংঘর্ষ দেখেছে বাংলা।