কলকাতা: একাল সেকাল। সোশ্যাল মিডিয়ায় ১২ বছর পুরনো ছবি দেখলে ওম সাহানি (Om Sahani) আর মিমি দত্তকে (Mimi Dutta) চেনাই দায়। আজ তাঁদের বিবাহবার্ষিকী। বিশেষ দিনে পুরনো ছবি ভাগ করে নিলেন মিমি। লম্বা চিঠিতে লিখলেন পুরনো কথা। পর্দায় সিঁদুরদান আর থেকে শুরু করে বাস্তবের সাতপাক, মিমির লেখায় অনুরাগের ছোঁয়া। 


সোশ্যাল মিডিয়ায় আজ দুটি ছবি পোস্ট করেন মিমি। একটি ২০১০ সালের অন্যটি ২০২১ সালের। মিমি লিখছেন, '১২ বছর আগে আলাপ হয়েছিল তোমার সঙ্গে 'আলোর বাসা' সিরিয়েল এর শুটিংয়ে। মনে হয় এই তো সেদিন এর কথা। আমাদের প্রথম দুজনের একসঙ্গে সিন তুমি আমাকে সিঁদুর পরাচ্ছ । সেদিন তোমার প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আমায়। প্রশ্নগুলি ছিল, এটা কি সত্যি সিঁদুর? আমি তো জানতাম সিঁদুর এর মতো অন্য কিছু থাকে। এমা এটা তো সত্যি সিঁদুর! আমি এটা পরাবো কী করে! আমি তো ভেবেছিলাম যে আমার বৌ হবে আমি তাকেই পরাবো ইত্যাদি ইত্যাদি! এরপর সোজা ২০২১ সাল। ২০২১ সালে আমাদের বিয়ে হলো প্রিয়জনদের সঙ্গে নিয়ে। তুমি সেই সত্যিকারের সিঁদুরই পরালে অগ্নিসাক্ষী করে। কখন যে সিরিয়াল এর 'আলো' আর 'দেব' এর সত্যি বিয়ের ,সংসারের ১ বছর হয়ে গেলো বুঝতেই পারা গেলো না! আমাদের এই সত্যিকারের গল্প চলুক বছরের পর বছর! শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা এবং ভালোবাসা বর।' (অপরিবর্তিত) মিমির এই স্মৃতিচারণে মজেছে নেটদুনিয়া। 



অন্যদিকে, করোনাবিধি মেনেই জোরকদমে চলছে নতুন ছবি 'ভয় পেও না' (Voy Peo Na) -র শ্যুটিং। এই ছবির হাত ধরে বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ওম সাহানি (Om Sahani) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অয়ন দে পরিচালিত এই ছবিতে তাঁদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। চলতি মাসের ৫ তারিখে শুরু হয়েছে ছবির শ্যুটিং। কলকাতা ও আসেপাশের অঞ্চলেই আপাতত ছবির কাজ চলছে।  হরর-থ্রিলার এই ছবিতে কেবল শ্রাবন্তী ও ওম নয়, দেখা মিলবে দর্শনা বণিকেরও (Darshana Bonik)। একটি আইটেম গানে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন ডাব্বু (Dabbu)। গান গেয়েছেন অনুপম রায় (Anupam Roy), রাজ বর্মণ (Raj Burman) ও অন্তরা মিত্র (Antara Mitra)।  বিগ স্ক্রিন প্রোডাকশানের প্রযোজিত এই ছবি মুক্তি পেতে পারে চলতি বছরেরই অক্ষয় তৃতীয়ার সময়।


স্বাভাবিক ছন্দে ফিরছেন ঐন্দ্রিলা, শাড়ি, গয়নার সাজে মুগ্ধ অনুরাগীরা