কলকাতা: ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি। বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ কমিটিতে থাকবেন। বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে, নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের।
১৪ দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, জানাল হাইকোর্ট। ২০১৭-র টেটে ২৩ টি প্রশ্ন ভুলের অভিযোগ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। ২০২২-এর টেটে ২৪ টি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। সেই টেটেও ভুরি ভুরি ভুল প্রশ্নের অভিযোগ। তাও আবার একবার নয়, একাধিকবার। প্রাথমিক টেটে ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিকের টেটে প্রশ্নে ভুল আছে, এই অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ,
২০১৭ সালের প্রাথমিক টেটে ২৩টি এবং ২০২২ সালের প্রাথমিক টেটে ২৪টি প্রশ্ন ভুল ছিল।
বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, ২০১৭ সালের টেটের প্রশ্ন খতিয়ে দেখবে বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের বিশেষজ্ঞ কমিটি এবং ২০২২ সালের টেটের প্রশ্ন খতিয়ে দেখবে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের বিশেষজ্ঞ কমিটি। দুটি বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন ভুলের অভিযোগ যাচাইয়ের নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। তার বিরোধিতা করে হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে দাবি করা হয়, প্রশ্ন ভুল কি সঠিক, তাঁরা নিজেরাই তার মূল্য়ায়নে সক্ষম।
২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটে ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞদের দিয়ে এই কমিটি গড়তে হবে। বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে। ১৪ দিনের মধ্যে কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে। নির্দেশ দিল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন, RGকর কাণ্ডে আজ রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি শুভেন্দুদের, 'মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই..'
২০১৭ সালের টেটে প্রশ্ন ভুলের মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশেষজ্ঞ কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। একইভাবে ২০২২ সালের টেটে প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। দুটি নির্দেশকে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তিন সদস্যের বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।