কলকাতা: আর জি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফের পথে নামছে বিজেপি। গতকাল স্বাস্থ্য ভবন অভিযানের পর আজ রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির ঘোলায় থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আজ ফের পথে নামছে বিজেপি।
R G কর কাণ্ডে গতকাল মুখ্য়মন্ত্রীর পদত্য়াগের দাবিতে, স্বাস্থ্য় ভবন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। আর তা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সল্টলেকে। পুলিশের একের পর এক ব্য়ারিকেড টপকে এগিয়ে যান বিজেপি কর্মীরা। প্রিজন ভ্য়ানে তোলা হয় শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যদের।শেষ অবধি পাওয়া খবরে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে নন্দীগ্রামে থানা ঘেরাও বিজেপির। থানার গেট পেরিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে ভিতরে বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি বাধে। থানা চত্বরে বসে বিক্ষোভ বিজেপির।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির নিউ জলপাইগুড়ি থানা অবরোধ। নিউ জলপাইগুড়ি থানা অবরোধ বিজেপি কর্মী- সমর্থকদের। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লেন বিজেপি সমর্থকরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ । আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বীরভূমের সিউড়ির চৈতালি মোড়ে আজ থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করল বিজেপি। নেতৃত্বে বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। দ্রুত তদন্ত ও দোষীদের কড়া শাস্তি চেয়ে এদিন মিছিল করেন সিউড়ির বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রী এবং অধ্যাপকরা। বিদ্যাসাগর কলেজ থেকে শুরু হয় মিছিল। শেষ হয় সিউড়ি বাসস্ট্যান্ডে। শিলিগুড়ির মাটিগাড়া থানার বাইরে বিজেপির বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। ব্যারিকেড ভাঙার চেষ্টা, এলাকায় উত্তেজনা।
মূলত R G কর কাণ্ডে বিচার চেয়ে এবং মুখ্য়মন্ত্রীর পদত্য়াগের দাবিতে, বৃহস্পতিবার বিধাননগর থেকে স্বাস্থ্য় ভবন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। স্বাস্থ্য় ভবন থেকে ৪ কিলোমিটার দূরে, ইন্দিরা ভবনের সামনে ব্য়ারিকেড, টিয়ার গ্য়াসের সেল নিয়ে প্রস্তুত ছিল পুলিশ। কিন্তু, পুলিশের সমস্ত বাধা টপকে ব্য়ারিকেড ভেঙে, এগিয়ে যায় বিজেপি কর্মীরা। ইন্দিরা ভবনের কাছেই শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য সহ একাধিক বিজেপি নেতাকে ধরে পুলিশ।
আরও পড়ুন, RG কর কাণ্ডে মুখ খুললেন মৃতার মা, 'সঞ্জয় আসল দোষী নয়, মেয়ের ফোনেই লুকিয়ে রহস্য..' !
আরজিকর কাণ্ডে প্রশ্নের মুখে প্রশাসন। রাজ্য তথা দেশ ছাড়িয়েও প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে এখন বিদেশে। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ইস্যুর সঙ্গে সঙ্গেই আরও একাধিক বিষয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি আরজিকরে আর্থিক অনিয়মের কারণ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দু বলেছিলেন, 'ফিনানশিয়াল ইরেগুলিটির সঙ্গে তো মুখ্যমন্ত্রী নিজে যুক্ত।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।