কলকাতা : সন্দীপ ঘোষের ( Sandip Ghosh ) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলায় তদন্তভার কি ED-র হাতে যাবে? এবার কি আর্থিক তছরুপের জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে চেপে ধরবে ইডি ? তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির মামলার তদন্তভার কি যাবে ইডি-র হাতে? আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত ইডির হাতে দেওয়ার আবেদন করে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন আর জি কর মেডিক্যাল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি।


আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ED তদন্তের আর্জি জানিয়ে গত বুধবার হাইকোর্টে মামলা করেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে সেই মামলার শুনানি হতে পারে। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই প্রশ্ন উঠেছে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে।


আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ ও বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, তোলাবাজি, কমিশন খাওয়ার অভিযোগ এনেছেন আখতার আলি। আর জি করে মেডিক্যালে সন্দীপ ঘোষের জমানায় ডেপুটি সুপারের দায়িত্বে ছিলেন তিনি।  


 আগেই তিনি অভিযোগ করেছিলেন, ' সন্দীপের বিরুদ্ধে শুধু আর্থিক দুর্নীতি নয়, অনেক দুর্নীতি আছে। বায়ো মেডিক্যাল স্ক্যাম থেকে ডেডবডি স্ক্যাম  , সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্য আমাকে হাইকোর্টে আসতে হল এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম।'


সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা দুর্নীতি-স্বজনপোষণ-সহ বিভিন্ন অভিযোগ আজকের নয়। বছরখানেক এই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এনেছিলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।  বায়ো মেডিক্যাল ওয়েস্ট পাচার, ছাত্রদের ফেল করানো, টেন্ডার থেকে কাটমানি খাওয়া, অর্থের বিনিময়ে বেআইনিভাবে সরকারি সম্পত্তি অন্যদের হাতে দেওয়ার মতো একাধিক অভিযোগ ওঠে তার ওপরে। এবার কি সিবিআই এর পাশাপাশি ইডিও চেপে ধরবে সন্দীপকে? কী নির্দেশ দেবে আদালত ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন :                    


সন্দীপের পলিগ্রাফ করালেই হুড়মুড়িয়ে বেরিয়ে আসবে সত্যি? কীভাবে কাজ করে প্রযুক্তি? জানালেন প্রাক্তন গোয়েন্দাকর্তা