কলকাতা: স্বামী আত্মস্থানন্দর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) মুখে মা কালীর স্তুতি। শ্রীরামকৃষ্ণ থেকে বিবেকানন্দর কালী ভক্তির উল্লেখ করলেন মোদি। এদিন এপ্রসঙ্গে ট্যুইট করেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malvya)। তিনি বলেন, “প্রধানমন্ত্রী (Prime Minister) ভক্তিভরে শ্রদ্ধার সঙ্গে মা কালীর কথা বলেছেন। শুধুমাত্র বাংলার জন্য নয়, সারা ভারতের কথা বলেছেন। অন্যদিকে এক তৃণমূল (Trinamool Congress) সাংসদ মা কালীকে অপমান করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁকে রক্ষা করছেন।’’
প্রধানমন্ত্রীর মুখে মা কালীর স্তুতি: রবিবার স্বামী আত্মস্থানন্দর জন্মশতবর্ষের অনুষ্ঠান ছিল নজরুল মঞ্চে (Najrul Mancha)। সেখানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর মুখে মা কালীর স্তুতি শোনা যায়। তিনি বলেন, "শ্রীরামকৃষ্ণদেব কালীর উপাসক ছিলেন। তিনি নিজের জীবন দেবীর পায়ে সমর্পণ করেছিলেন। রামকৃষ্ণ বলতেন, এই বিশ্ব চরাচরে ব্যাপ্ত মা কালীর চেতনা । এই চেতনাই বাংলা ও সারাদেশের মানুষের বিশ্বাসের মধ্যে নিহিত রয়েছে। স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) মতো বিরাট মাপের মানুষও মা কালীর সামনে শিশুর মতো হয়ে যেতেন। যখনই বেলুড় মঠ যাই, গঙ্গার পাড়ে বসি, দক্ষিণেশ্বরে মা কালীর মন্দির দেখি গঙ্গার পাড়ে, একাত্ম বোধ করি।''
আরও পড়ুন: Kolkata Rare Operation : ফেটে গিয়েছিল মহাধমনী, ১২ ঘণ্টার জটিল অপারেশনের বাঁচল প্রাণ