সন্দীপ সরকার, কলকাতা: বেসরকারি হাসপাতালে (Private Hospital) 'বেলাগাম' বিল, রাশ টানতে চায় রাজ্য সরকার। বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে চিকিৎসার খরচ বাঁধতে চলেছে রাজ্য। ইনডোর-আউটডোরে কোন রোগের চিকিৎসায় সর্বোচ্চ কত খরচ? খরচের ঊর্ধ্বসীমা বাঁধতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল নবান্ন। সরকার গঠিত কমিটিতে ৪ চিকিৎসক, স্বাস্থ্য দফতরের আধিকারিক। স্বাস্থ্য কমিশনের সচিবকে দ্রুত বৈঠক ডাকার নির্দেশ নবান্নের। বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসার নির্দেশ। 


'বেলাগাম' বিলে রাশ টানতে চায় রাজ্য: বেসরকারি হাসপাতালগুলির একাংশের বিরুদ্ধে বিল নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এবার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসা পরিষেবার বিলে রাশ টানতে চায় রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালগুলি ইন্ডোর ও আউটডোরে চিকিৎসা এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে নিজেদের মতো করে দর হাঁকে। এই অভিযোগও ওঠে প্রায়শই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইন্ডোর, আউটডোর থেকে শুরু করে রক্ত পরীক্ষা, রোগ নির্ণয় চিকিৎসা সংক্রান্ত সমস্ত ক্ষেত্রেই খরচ বেঁধে দেওয়া হবে।


পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করতে নবান্নের নির্দেশে ২ মার্চ গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। কমিটিতে রয়েছেন, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় , SSKM-এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক অভিজিৎ চৌধুরী, গোপালকৃষ্ণ ঢালি এবং বেসরকারি হাসপাতালগুলির সংগঠন এবং নার্সিংহোমগুলির সংগঠনের প্রতিনিধি। সূত্রের খবর, নবান্নের তরফে স্বাস্থ্য কমিশনের সচিবকে দ্রুত কমিটির বৈঠক ডাকতে বলা হয়েছে।


রাজ্যে প্রায় ৪ হাজার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম রয়েছে। এর মধ্যে কলকাতা সহ বিভিন্ন জেলায় রয়েছে ৮০টি বড় বেসরকারি হাসপাতাল। রাজ্য সরকারের এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তাদের একাংশ। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারকে খরচ বাঁধার দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ করেন একজন। আদালত আমাদের বক্তব্য জানতে চায়। তারপর আমরা ড্রাফ্ট করি। তা নিয়ে আমরা বৈঠকে বসব।তাই নির্দেশিকা।’’ বেসরকারি হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে, তা যাতে সকলে জানতে পারে, সেইজন্য একটি পোর্টাল চালু করতে চলেছে স্বাস্থ্য কমিশন। চালু করা হচ্ছে ২৪ ঘণ্টার হেল্পলাইন।


এদিকে অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু। গতকাল উত্তর ২৪ পরগনার ২ শিশুর মৃত্যু হল। অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসে মৃত্যু বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত অ্যাডিনো উপসর্গ নিয়ে কত জন শিশু বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি হয়েছে, তার তথ্য চাইল স্বাস্থ্য কমিশন। 


আরও পড়ুন: Manik Bhattacharya: এমন অর্ডার দিন, রাতে ঘুমোলে সকালে যেন চোখ না খোলে: মানিক ভট্টাচার্য