নয়াদিল্লি: ডেরেকের (Derek O Brien) আচরণ নিয়ে তদন্ত করবে প্রিভিলেজ কমিটি (Privilege Committee On Suspended TMC MP), 'সাসপেন্ডেড' তৃণমূল সাংসদের বিরুদ্ধে প্রস্তাব পাস রাজ্যসভায় (Rajya Sabha)। তাঁর আচরণ পরীক্ষা ও তদন্তের পর প্রিভিলেজ কমিটিকে তিন মাসের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে। সংসদ ভবনে 'স্মোক-ক্যান হামলাকাণ্ডে' প্রতিবাদের জেরে 'সাসপেন্ড' হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। চলতি শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে রাজ্যসভায় ঢুকতে পারবেন না ডেরেক। বারবার আসনে গিয়ে বসতে বলার পরেও না শোনায় তৃণমূল সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়, এমনই দাবি।

  


রাজনৈতিক প্রতিক্রিয়া...
দলীয় সতীর্থকে প্রথমে সাসপেন্ড এবং তার পর তাঁর আচরণের তদন্তের প্রস্তাব পাশ হওয়ায় ক্ষুদ্ধ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। বললেন, 'যেহেতু আমাদের দলের নেতা হিসেবে উনি সবথেকে বেশি সোচ্চার, তাই প্রথম থেকেই ডেরেককে টার্গেট করা হচ্ছে। প্রিসাইডিং অফিসার তাঁর সঙ্গে অন্য ধরনের আচরণ করেন, যা আমাদের কাছে অভিপ্রেত নয়। আজ তাঁকে সাসপেন্ড করা হল কেন? আমরা প্রায় ৫০-৬০ জন ওয়েলে ছিলাম। তা হলে সকলকে সাসপেন্ড করা উচিত।' রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের পাল্টা যুক্তি, 'এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তদন্ত চলছে। কিন্তু যখন, এই ঘটনার সঙ্গে বাংলার যোগ পাওয়া গেল, তখন তৃণমূল কংগ্রেস গোটা ঘটনা থেকে নজর ঘোরাতে এবং সার্বিক ভাবে নিজেদের ব্যর্থতা ঢাকতে পরিকল্পনা করে রাজ্যসভার অধিবেশন বানচাল করে দিল। ডেরেক ও ব্রায়েনের চাচাছোলা ভাষায় সরকারের বিরোধিতা করার অধিকার রয়েছে। কিন্তু ওয়েলে নেমে পড়ে যদি পুরো রাজ্যসভার কাজকর্ম তিনি বানচাল করে দেন, তা হলে তাঁকে সাসপেন্ড করার অধিকারও রাজ্যসভার চেয়ারম্যানের রয়েছে।'

সাসপেন্ড ১৫ বিরোধী সাংসদ...
এদিন প্রথমে তৃণমূলের রাজস্য়ভা সাংসদ এবং পরে, বেলার দিকে ১৪ জন লোকসভার সাংসদকে শীতকালীন অধিবেশনের বাকি মেয়াদ সাসপেন্ড করা হয়। লোকসভায় সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে ৯ জন কংগ্রেসের, দু'জন সিপিএম, এক জন সিপিআই এবং দু'জন ডিএমকে-র।  বৃহস্পতিবার সকালে ৫ জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করতে প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। গত কাল নতুন সংসদ ভবনে যা ঘটেছে, তা নিয়ে তুমুল আলোড়নের মধ্যেই এদিন অধিবেশন শুরু হয়েছিল। পরিষদীয় মন্ত্রীর প্রস্তাবে কংগ্রেস সাংসদ টিএন প্রথপন, হিবি ইডেন, জ্যোতিমণি, রাম্যা হরিদাস এবং ডিন কুরিয়াকোস কুর্যাকোসকে শীতকালীন অধিবেশনের বাকি মেয়াদ সাসপেন্ড করার কথা বলা হয়। গত কাল নিরাপত্তার কড়া বেষ্টনী ভেঙে নতুন সংসদ ভবনে হানাদারির ঘটনার পর তীব্র শোরগোল শুরু হয়েছে। তার পরই এদিনের 'সাসপেনশন'।


আরও পড়ুন:হাসি-কান্না-প্রেম-ভালবাসার ২২ বছর পূর্তি, আবেগঘন K3G পরিচালক কর্ণ জোহর, পোস্ট করিনারও