সৌভিক মজুমদার, কলকাতা: আজও পি চিদম্বরমের (P Chidambaram) বিরুদ্ধে কলকাতা হাই কোর্ট (Kolkata High court) চত্বরে বিক্ষোভ দেখালেন কংগ্রেসপন্থী আইনজীবীরা। এজলাসে হাজির না হয়ে আজ ভার্চুয়াল শুনানিতে চিদম্বরম অংশ নিলেও, থামল না অসন্তোষ। প্রবীণ কংগ্রেস (Congress) নেতার বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বকে নালিশ জানাতে চান বিক্ষোভকারীরা। 


বুধবার কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) চত্বরে কংগ্রেসপন্থী আইজীবীদের তুমুল বিক্ষোভের মুখ পড়েন পি চিদম্বরম। বৃহস্পতিবার উঠল তাঁর বিরুদ্ধে স্লোগান। মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর সংক্রান্ত দুর্নীতি মামলায় কেভেন্টারের হয়ে সওয়াল করায়, দলের সাংসদ ও কেন্দ্রীয় নেতা পি চিদম্বরমের বিরুদ্ধে সুর আরও চড়ালেন কংগ্রেসপন্থী আইজীবীরা। 


বুধবার মামলায় লড়তে এসে কংগ্রেসপন্থী আইনজীবীদের বেনজির বিক্ষোভের মুখে পড়েন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য পি চিদম্বরম। বৃহস্পতিবার এজলাসে হাজির না হলেও, ভার্চুয়াল শুনানিতে তিনি অংশ নেন। 


তারই প্রতিবাদে এদিন, হাইকোর্টের সামনে পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসপন্থী আইনজীবীরা। এ দিনও, বিক্ষোভের পুরোভাগে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ও আইনজীবী কৌস্তভ বাগচী।


হাইকোর্টের আইনজীবী ও কংগ্রেস নেতা  কৌস্তভ বাগচীর কথায়, দিল্লি থেকে এসে দালালি চলবে না। চিদম্বরমের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? কেন বহিষ্কার করা হবে না? লজ্জা লাগে ওনাকে কংগ্রেসের লোক বলতে! আজ আসলে গাড়ির চাকা গড়াতে দিতাম না।


২০১৭ সালে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অথচ এই মামলাই খারিজের দাবিতে, কেভেন্টারের হয়ে কলকাতা হাইকোর্টে মামলা লড়ছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য পি চিদম্বরম! খোদ অধীর চৌধুরীও যে কমিটির সদস্য!


এই কারণেই পি চিদম্বরমের বিরুদ্ধে টানা বিক্ষোভ দেখালেন হাইকোর্টের কংগ্রেসপন্থী আইনজীবীরা। মেট্রো ডেয়ারি মামলায়, ১৬ মের মধ্যে রাজ্যে সরকারের কাছে সমস্ত নথি চেয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।