কলকাতা: 'অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ, বিপর্যস্ত রেল পরিষেবা (Train Service)। পূর্ব-মধ্য রেল অঞ্চলে ছাত্র বিক্ষোভের জেরে আজ বাতিল করা হয়েছে পূর্ব রেলের (Eastern Railway) বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। হাওড়া (Howrah) থেকে এখনও ১৩টি দূরপাল্লার ট্রেন বাতিল। শুধু হাওড়াই নয়। শিয়ালদা (Sealdah) ডিভিশনেও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। রুট সংক্ষিপ্ত করা হয়েছে বহু ট্রেনের।


কোন কোন ট্রেন রয়েছে এই তালিকায়? 



  • বাতিল শিয়ালদা-বালিয়া, শিয়ালদা-গঙ্গাসাগর এক্সপ্রেস

  • শুধুমাত্র মালদা পর্যন্ত যাবে হাটেবাজারে এক্সপ্রেস

  • সন্ধে ৭.৫০-এর হাওড়া-গয়া এক্সপ্রেস বাতিল

  • রাত ৮.৩৫-এর ডিব্রুগড়-হাওড়া-দানাপুর রাজেন্দ্রনগর এক্সপ্রেস বাতিল

  • রাত ৯.৪৫-এর হাওড়া-কাঠগোদাম বাগ এক্সপ্রেস বাতিল

  • রাত ১১.২০-র হাওড়া-মোকামা এক্সপ্রেস বাতিল

  • রাত ১১.৫৫-র হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস বাতিল


দিকে দিকে বিক্ষোভের প্রভাব রেল পরিষেবায়: সেনাবাহিনীতে নিয়োগের জন্য মোদি সরকারের নতুন প্রকল্প ‘অগ্নিপথে’র বিরোধিতায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিক্ষোভ এদিন তিন দিনে পড়ল। আর শুক্রবারের পর শনিবারও সেই আঁচ এসে পৌঁছল বাংলায়। যার জেরে আগেই বাতিল করা হয়েছে হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস ও হাওড়া-জয়নগর এক্সপ্রেস, আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস, আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস।


বিক্ষোভের আঁঁচ বাংলায়: অন্যদিকে এই প্রকল্পের প্রতিবাদে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে, রেল অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। রেললাইনেই চলে ডন-বৈঠক, সিট আপ। উল্টোদিকে বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। অবরোধের জেরে, শিয়ালদা মেন শাখায় দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। সমস্যায় পড়েন রেলযাত্রীরা। নিত্যযাত্রীরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। বিক্ষোভ হঠাতে গেলে, পুলিশ ও RPF-এর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় আন্দোলনকারীদের। শেষে লাঠিচার্জ করে পুলিশ। টেনেহিঁচড়ে রেললাইনের ওপর থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।


আরও পড়ুন: BJP Meeting: লক্ষ্য পঞ্চায়েত-লোকসভা ভোট, অ্যাপের মাধ্যমে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির