নদিয়া: রাজ্যে পিএসসি পরীক্ষায় দুর্নীতি মামলায় (PSC Scam Case ) সিআইডির হাতে গ্রেফতার ২। ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতি মামলায় নদিয়া থেকে গ্রেফতার ২। কল্যাণীতে অভিযান সিআইডির, গ্রেফতার শঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তি। ধুবুলিয়া থেকে পাপাই দাস নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ আলিপুর আদালতে ধৃতদের পেশ করা হবে (Alipur Court)।


PSC-তে দুর্নীতির অভিযোগে ২ জনকে গ্রেফতার করে CID


পাবলিক সার্ভিস কমিশন বা PSC-তে দুর্নীতির অভিযোগে শুক্রবার ২ জনকে গ্রেফতার করে রাজ্য় পুলিশের গোয়েন্দা শাখা CID.ধৃতদের নাম শঙ্কর বিশ্বাস ও পাপাই দাস। শঙ্করকে কল্য়াণী থেকে ওপাপাইকে নদিয়ার ধুবুলিয়া থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে CID.ধৃতদের মধ্য়ে শঙ্কর কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সিজিও কমপ্লেক্সের একটি অফিস সিনিয়র অডিটর পদে কর্মরত তিনি। এর আগে PSC-তে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে।


'পরীক্ষা চলাকালীন, প্রশ্নপত্রের ছবি হোয়াটস অ্য়াপে বাইরে পাঠিয়ে দেওয়া হত..'


চলতি বছরই সার্ভে পার্ক থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয়। মামলা হয় হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় CID। CID সূত্রে দাবি করা হয়, পরীক্ষা চলাকালীন, কোনওভাবে প্রশ্নপত্রের ছবি হোয়াটস অ্য়াপে বাইরে কাউকে পাঠিয়ে দেওয়া হত। এরপর, সেই প্রশ্নের উত্তর দ্রুত সলভ করে, পাঠিয়ে দেওয়া হত পরীক্ষার্থীদের মোবাইল ফোনে। এর জন্য় তৈরি করা হয়েছিল একটি হোয়াটস অ্য়াপ গ্রুপ। CID সূত্রে দাবি করা হয়। পরীক্ষা চলাকালীন, এভাবে প্রায় ৪০০ পরীক্ষার্থীর মোবাইল ফোনে পৌঁছে গিয়েছিল উত্তর। বিনিময়ে চাকরিপ্রার্থীদের থেকে নেওয়া হত লক্ষ লক্ষ টাকা।


আরও পড়ুন, ভোটে জিতলেও দলের 'বিশ্বাসঘাতক'দের হুঁশিয়ারি অরূপের, বললেন 'দুষ্টু গরুর চেয়ে..'


প্রসঙ্গত,  লোকসভা নির্বাচনের অনেক আগে থেকেই, নিয়োগ দুর্নীতি-সহ একের পর এক দুর্নীতিতে চাপের মুখে রাজ্য। অতীতে একাধিক দুর্নীতি নাম জড়িয়ে গ্রেফতার হয়েছেন শাসকদলের হেভিওয়েটরা। অনেকেই রয়েছেন জেলে। অনেকেই হারিয়েছেন পদ। বারবার অভিযোগের আঙুল উঠেছে। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।