কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: অফিসেই BDO-র আইবুড়ো ভাত! BDO-র গলায় রজনীগন্ধার মালা, সামনে থালায় সাজানো পঞ্চব্যাঞ্জন! BDO-র গলায় মালা পরিয়ে, উলু দিয়ে অফিস চত্বরেই আইবুড়ো ভাত! এমনই ঘটনা দেখা গেল পূর্ব বর্ধমানের ১ ব্লকে।


বর্ধমান ১-এর BDO-কে আইবুড়ো ভাত খাওয়ালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। তৃণমূলের ব্লক সভাপতিকে পায়ে হাত দিয়ে প্রণামও করলেন BDO রজনীশ কুমার যাদব। 'প্রশাসন ও শাসকদলের ভেদ মুছে গেছে, এটাই বাংলার চেনা ছবি', সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে কটাক্ষ শুভেন্দু অধিকারী



'আগামী সপ্তাহে বিয়ে, তাই আইবুড়ো ভাতে ডাকা হয়েছিল', জানালেন বিডিও। তাঁকে ভালবেসে পাশের অফিসে আয়োজন করা হয়েছিল, বিতর্কের মুখে জানালেন BDO। প্রণাম করা নিয়ে প্রশ্ন নিয়ে তিনি জানান, 'মায়ের বয়সি, তাই আমার শিক্ষা থেকেই তৃণমূলনেত্রীকে প্রণাম।'


শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাবি করেছেন, সেটি বর্ধমান ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির অফিস। আর, যাঁর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে, তিনি এখানকার BDO, রজনীশ কুমার যাদব। শাঁখ বাজিয়ে, BDO-র আইবুড়ো ভাতের আয়োজন করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্য়রা। ভিডিওতে দেখা যাচ্ছে, বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও তৃণমূলের ব্লক সভাপতির পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন BDO। পা ছোঁয়ার পর, ধান-দুর্বা দিয়ে BDO-কে আশীর্বাদ করতেও দেখা যায় তৃণমূলের ব্লক সভানেত্রী এবং বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সনকে।


বিডিও রজনীশ কুমার যাদব বলেন, 'এটা সরকারি এরিয়ার মধ্য়ে ছিল না। পাশের বিল্ডিং এ একটা কমন রুম ছিল, সেখানে হয়েছে। আমাদের অফিসের মধ্য়ে হয়নি। অফিস চত্বরের মধ্য়ে হয়নি। পাশের বিল্ডিং এ অনুষ্ঠানটা হয়েছিল।' বর্ধমান ১-এর তৃণমূল ব্লক সভানেত্রী কাকলি তা গুপ্ত বলেন, 'যারা ছোটরা করেছে তারা হয়তো ভুলবশত কিছু করেছে। BDO-কে তো পার্টি অফিসে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্য়ে ওদের একটা ঘরের ভিতরে ওরা করেছে। যতজন জনপ্রতিনিধি ছিল তারাই একটু ছিল, তারাই একটু আয়োজন করেছে।'
 
এর আগে, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তৃণমূলের সভায় BDO-র উপস্থিত থাকার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। নন্দীগ্রামে আবার IC-র বিদায় সম্বর্ধনার মঞ্চে দেখা গেছিল তৃণমূল নেতাদের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Arpita Mukherjee: এবার অর্পিতাকে জেরা করতে চায় আয়কর দফতর, 'এতদিন পর ঘুম ভাঙল'? প্রশ্ন সব মহল থেকেই