রাণা দাস, পূর্ব বর্ধমান: আবারও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকির অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রেমিকার পরিবারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ও দেখানো হয় বলে অভিযোগ উঠেছে। তার জেরে ভয় আত্মঘাতী (Suicide) প্রেমিকা। প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হতেই পলাতক প্রেমিক। ঘটনাটি ঘটেছে কালনার (Kalna) সাপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম বর্ষের ছাত্রী গঙ্গার সঙ্গে এলাকারই এক যুবক সুরজ মণ্ডলের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আত্মঘাতী তরুণীর পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, সম্পর্কে থাকার কিছুদিন পরই গঙ্গা জানতে পারেন যে, সুরজের সঙ্গে আরও দু-তিনটি মেয়ের সম্পর্ক রয়েছে। এমন খবর জানার পরই সুরজের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। কিন্তু এই ঘটনা সুরজ কিছুতেই মেনে নিতে পারেনি। গঙ্গার পরিবারের সদস্যদের অভিযোগ, গঙ্গাকে সে বিয়ের জন্য বারবার চাপ দিচ্ছিল। তার মোবাইলে গঙ্গার ঘনিষ্ঠ ছবি তোলা আছে, এবং বিয়েতে রাজি না হলে সে সেই সমস্ত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে বলেও হুমকি দেয়। বারবার ভয় দেখিয়ে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করে সে। কিন্তু তাতেও গঙ্গা রাজি না হওয়ায় বাড়িতে এসে সে প্রেমিকার পরিবারের লোকেদের হুমকি দেয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের হুমকি দেয় সুরজ নামে অভিযুক্ত ব্যক্তি। আর এই ঘটনার পরই গতকাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গঙ্গা।
আরও পড়ুন - Dainhat News: ‘সকাল সকাল ভোট দিন, বেলায় বোমা ফেলতে পারে তৃণমূল’, প্রচারে বেরিয়ে আর্জি সিপিএম প্রার্থীর
আত্মঘাতী তরুণীর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে প্রেমিক সুরজের নামে। তাঁরা আরও অভিযোগ করেছেন যে, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করে দেবে বলে বারবার হুমকি দিচ্ছিল অভিযুক্ত। আর সেই ভয় আতঙ্কেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন গঙ্গা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সুরজ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।