আমতা: আনিসের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। খোঁজ মিলল আনিসের মোবাইল (mobile) ফোনের। বাড়ির ছাদেই এককোণে মিলেছে আনিস খানের মোবাইল ফোন। এমনটাই দাবি পরিবারের। খুঁজে পেয়েছে বাড়ির লোকই। কিন্তু সেই ফোন পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করেছে আনিসের পরিবার। আদালত (court) বা সিবিআই (cbi) চাইলে তাদের হাতে তুলে দেওয়া হবে মোবাইল। কোনওভাবেই পুলিশের হাতে আনিসের ফোন দেওয়া হবে না, জানিয়েছেন আনিস খানের বাবা সালেম খান।  


সোমবারই আনিসের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। অভিযোগ ও দিনক্ষণ-সহ মামলার আবেদন পত্র পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। আগামী ২৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। এদিন আনিস খানের মৃত্যুর ঘটনায় আইনজীবী কৌস্তভ বাগচী স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে।  


অন্যদিকে আনিসের রহস্যমৃত্যুর ঘটনায় এদিনই মুখ্যসচিবের নেতৃত্বে সিট (sit) গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার বৈঠকে তিনি বলেন, 'যে জীবন চলে গিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া আমার হাতে নেই। কিন্তু আমার হাতে যা আছে, যারা দোষী, নিরপেক্ষ তদন্তে তারা শাস্তি পাবে এবং বিচার হবে।' সোমবারই নবান্নে আনিসের পরিবারকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিক বৈঠকে আনিসের মৃত্যুর বিচারের আশ্বাস দিয়েছেন তিনি।  


এ দিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আনিস নিয়ে আমরা নিরপেক্ষ তদন্ত করব। আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল ছিল। ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন,  নির্বাচনে আমাকে অনেক সাহায্যও করেছে। কাজেই ও আমাদের ছেলে।' তাঁর কথায়, 'আনিসের বিষয়ে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ডিজির সঙ্গে কাল আমার কথা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই ফরেন্সিক রিপোর্ট ইত্যাদির ব্যবস্থা করেছে। ঘটনা দুর্ভাগ্যজনক, কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।'


আনিস খানের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে রাস্তায় নেমে টানা আন্দোলন করছে বিভিন্ন বাম সংগঠন। কলকাতা-হাওড়ায় মিছিল হয়েছে। সোমবার দিল্লিতেও পাৌঁছেছে আন্দোলনের আঁচ। এ দিন দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে এসএফআই (sfi)। 


আরও পড়ুন: নবান্নে আনিসের পরিবারকে দেখা করতে ডাকলেন মুখ্যমন্ত্রী, এলাকা উত্তাল বিক্ষোভে


আরও পড়ুন: কলকাতার গণ্ডি ছাড়িয়ে আনিস খুনের আঁচ রাজধানীতেও