রাণা দাস, পূর্ব বর্ধমান: পেট্রোল পাম্পে কর্মরত স্ত্রীকে খুনের চেষ্টায় অভিযুক্ত স্বামী। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুনের চেষ্টা বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা। অভিযুক্ত স্বামীকে ধরে গণধোলাই এলাকাবাসীর। মত্ত অবস্থায় অভিযুক্ত ওই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি স্থানীয়দের।  গণধোলাই খেয়ে তিনিও হাসপাতালে ভর্তি।


ভর সন্ধেয় স্ত্রীর উপর হামলা স্বামীর


পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) কালনায় (Kalna News) মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম, সমীর চট্টোপাধ্যায়। তাঁর স্ত্রী পূর্ণিমা চট্টোপাধ্যায় এই মুহূর্তে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Kalna Super Speciality Hospital) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 


স্থানীয়রা জানিয়েছেন, মদ্যপানের অভ্যাস রয়েছে সমীরের। সারা ক্ষণ নেশায় ডুবে থাকেন তিনি। মত্ত অবস্থায় স্ত্রী এবং সন্তানের উপর অকথ্য অত্যাচারও চালান। সংসার চালাতে টাকা-পয়সাও দেন না ঠিক মতো। সেই নিয়ে অশান্তি লেগে থাকত সংসারে। 


আরও পড়ুন: Howrah News : 'ক্লাবের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায়' ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, তুলকালাম জগৎবল্লভপুরে


দীর্ঘ দিন এভাবে চলতে চলতে তিতি  বিরক্ত হয়ে ওঠেন পূর্ণিমা। অভাবের সংসার চালাতে না পেরে সম্প্রতি বাপের বাড়ি চলে আসেন তিনি। স্থানীয় একটি পেট্রোল পাম্পে কাজ নেন। বুধবার সন্ধেয় কালনার পাণ্ডুয়া মোড়ের ওই পেট্রোল পাম্পে আচমকাই হাজির হন সমীর। পিছন দিক থেকে পূর্ণিমার উপর চড়াও হন। হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করতে শুরু করেন। 


অভিযুক্তকে ধরে গণধোলাই স্থানীয়দের


আচমকা এই ঘটনায় হতচকিত হয়ে যান পেট্রোল পাম্পের অন্য কর্মীরা। চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন আশেপাশের লোকজনও। কোনও রকমে সমীরকে নিরস্ত করেন তাঁরা। কিন্তু পূর্ণির অবস্থা দেখে সকলের রাগ গিয়ে পড়ে সমীরের উপর। সকলে মিলে তাঁকে গণধোলাই দেন। তাতে আহত হন সমীরও। পূর্ণিমাকে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমীরও সেখানে ভর্তি রয়েছেন।