কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: রথের মেলা (Ratha Yatra) থেকে ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। মাঠে তুলে গিয়ে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযো (Physical Assault)। নির্যাতিতার চিকিৎসা চলছে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
রথের মেলা থেকে ফেরার পথে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রাম থানা এলাকার ঘটনা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ননদকে সঙ্গে নিয়ে রথের মেলা দেখতে গিয়েছিলেন অই গৃহবধূ। মেলা দেখে ফেরার সময় রাত হয়ে যায়। সেই সময় রাস্তা ভুল করে তাঁরা দীগনগর-আলিগ্রাম রাস্তায় উঠে পড়েন।
পথে ননদের এক পরিচিতের সঙ্গে দেখা হয়। ননদ তাঁর সঙ্গে কথা ব
আরও পড়ুন: Malda School Bus Accident: মালদায় কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস উল্টে আহতের সংখ্যা ২০, গুরুতর জখম ৩
পুলিশক জানতে পেরেছে, মোটর বাইকে চেপে , অন্ধকার ফুঁড়ে আচমকাই ওই গৃহবধূর সামনে আবির্ভূত হয় দুষ্কৃতীর দল। জোর জবরদস্তি তাঁকে বাইকে তুলে নেওয়া হয়। এর পর কাছের একটি মাঠে নিয়ে গিয়ে এক এক করে ধর্ষণ করা হয়।
আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। চিকিৎসার জন্য গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এর পর নির্যাতিতার বয়ানের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম রাজেশ দে, বিপত্তারণ পাল এবং তারকনাথ পাল বলে জানা গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশের তরফে ইতিমধ্যেই নির্যাতিতা গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজে জাক্তারি পরীক্ষা হয় তাঁর। অত্রিক্ত পুলিশ সুপার কল্যাণ সিন্হা জানিয়েছেন, এই ঘটনায় গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার ধৃত তিন জনকে আদালতে তোলা হবে।