পূর্ব বর্ধমান: রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) নোবেল পদক চুরি নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারের তৃণমূল বিধায়ক (TMC MLA)। আজ সকালেই ভাতারে বরীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে গিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন। যা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।


রবীন্দ্র জয়ন্তীতে তৃণমূল বিধায়কের বিতর্কত মন্তব্য-


পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, 'একটা কারণেই নোবেল চুরি হয়েছে। নোবেল দিয়ে তাঁকে অপমান করা হয়েছিল বলে বাংলার ছেলেরা তাঁর নোবেল চুরি করেছে।' পরক্ষণেই তিনি বলেন, 'সিবিআই সিবিআই করে বিজেপি লাফাচ্ছে। আর সেই সিবিআই নোবেল উদ্ধার করতে পারছে না। আজ সেই নোবেটাকেই উদ্ধার করার জন্য বাংলার পুলিশকে কাজে লাগান হচ্ছে। সিবিআইকে বলা হয়েছে, আপনারা সমস্ত তথ্য আমাদের দিন। আমরা উদ্ধার করার চেষ্টা করছি।' তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।


আরও পড়ুন - TMC MLA: 'নোবেল দিয়ে রবীন্দ্রনাথকে অপমান, তাই চুরি!' কবিগুরুর জন্মদিনে 'বিতর্কিত' মন্তব্য TMC বিধায়কের।Bangla News


নোবেল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়-


অন্যদিকে, নোবেল উদ্ধার করতে পারেনি সিবিআই (CBI)। কবিগুরুর জন্মদিনে সেই প্রসঙ্গ তুলে সিবিআইকে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, 'রবীন্দ্রনাথের নোবেল এখনও উদ্ধার হয়নি, এখনও দুঃখ হয়। বাম আমলের ঘটনা, সিবিআই মামলা সম্ভবত ক্লোজ করে দিয়েছে।' ওই চুরির ঘটনায় আদৌও সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। 


বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'সিবিআই প্রথম থেকে তদন্তভার পেলে এত দুরবস্থা হতো না।' এদিনই আবার বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, 'কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজ্য সরকার তদন্তে বাধা করেছে। আজকে জিজ্ঞাসা করছে নোবেল কোথায়। মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে দিন। উনি তো বলেছিলেন নোবেল কেউ খুঁজে না পেলে, উনি খুঁজে দেবেন। বাংলার সব চুরির সঙ্গে তৃণমূল জড়িত। নোবেল চুরির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত।'