রাণা দাস, পূর্ব বর্ধমান: ঈদের দিন (Eid) ট্রেনে করে বেড়াতে বেরিয়েছিল পাঁচ বন্ধু। চলন্ত ট্রেনের দরজার বাইরে ঝুকে ফোনে সেলফি নিতে গিয়ে বিদ্যুতের পোলের ধাক্কায় মৃত্যু হল ১৪ বছরের আজাদ শেখের। 


ঈদ উপলক্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোনোর জন্য ফলেয়া স্টেশন থেকে ট্রেনে চেপেছিলেন বছর চোদ্দর আজাদ শেখ।পরিবারের বক্তব্য, ট্রেনের দরজা দিয়ে মুখ বাড়িয়ে বন্ধুদের সাথে সেলফি নিতে গিয়ে, ট্রেন লাইনের সাইডে থাকা বিদ্যুতের খুঁটি মাথায় ধাক্কা লেগে ট্রেন থেকে ছিটকে পড়ে আজাদ। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী হাসপাতাল, পরে তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণ চিকিৎসা চলার পরে মৃত্যু হয় তার। মৃত ওই কিশোর আজাদ শেখের বাড়ি পূর্বস্থলীর বাবুইডাঙ্গা এলাকায়। ঘটনাটি ঘটে আজ সকাল সাড়ে নয়টা নাগাদ পূর্বস্থলী স্টেশন সংলগ্ন রেল গেটের কাছে।


মোবাইলের জেরে এর আগেও আরও একাধিকবার মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয়েছে রাজ্যে। মোবাইল বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে সম্প্রতি ঝাঁপ দিয়েছিলেন এক মহিলা। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং লাইনের মাতলা হল্ট স্টেশনে ঘটনাটি ঘটে। শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ওই ট্রেনে ছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের নার্স মেঘা মন্ডল। তাঁর হাতে ছিল ফোন। হাতের মোবাইল একটানে কেড়ে নিয়েছিলেন ছিনতাইকারী। মুহূর্তে পাল্টা পদক্ষেপ করেছিলেন নার্স।


ছিনতাইকারীকে বাধা দিতেই আরেক সমস্যা। মেঘার গলা টিপে ধরেছিলেন ছিনতাইকারী। পাল্টা ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেছিলেন তিনি। মোবাইল পাওয়ার আশায় চেষ্টায় কার্পণ্য করেননি। ধস্তাধস্তির মাঝেই হাত ছেড়ে যায় মেঘার। ছিনতাইকারী ট্রেন থেকে লাফ মেরে পালাতেই তিনিও লাফ দেন, তাতেই চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর জখম হন। শেষ পর্যন্ত সহযাত্রীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল।


আরও পড়ুন, ওড়িশা থেকে রাজ্যে পৌঁছতেই মাদক পাচারের পর্দাফাঁস, ধৃত মহিলা-সহ ৩


তবে এর আগেও সেলফি তুলতে গিয়েও দুর্ঘটনা ঘটেছে। বছরের শুরুতেই গঙ্গার ধারে সেলফি তুলতে গিয়ে বিপত্তি, তলিয়ে গিয়েছিল যুবক। বাগবাজার লক গেটের কাছে দুর্ঘটনা ঘটেছিল। টালার বাসিন্দা নিখোঁজ শেখ সইয়াদ মহেন্দ্র চন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র। বন্ধুদের নিয়ে বাগবাজার লক গেটে যায় শেখ সইয়াদ। সেলফি তোলার সময় গঙ্গায় তলিয়ে গিয়েছিল যুবক।