কমলকৃষ্ণ দে, বর্ধমান : পাচারের আগেই উদ্ধার প্রচুর সংখ্যক টিয়াপাখি। বর্ধমান স্টেশন (Burdwan Station) থেকে পাখিগুলিকে উদ্ধার করেন আরপিএফ (RPF) আধিকারিকরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে। নাম একবাল খান। তার বাড়ি বর্ধমান শহরের আলুডাঙা এলাকায়।
আরপিএফ সূত্রে জানা গেছে, আজ সকালে ডাউন দানাপুর এক্সপ্রেসের (Danapur Express) জেনারেল কামরা থেকে টিয়া পাখিগুলিকে উদ্ধার করা হয়। ২২৭টি টিয়াপাখি খাঁচাবন্দি করে পটনা থেকে বর্ধমানে নিয়ে আসা হচ্ছিল। আরপিএফের সন্দেহ হওয়ায় ব্যাগ খুলে তল্লাশি চালায়। তখনই টিয়াপাখিগুলি উদ্ধার করা হয়। পাচারে যুক্ত থাকার অভিযোগে একবাল খানকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি উদ্ধার হওয়া টিয়াপাখিগুলিকে বন দফতরের হাতে তুলে দেয় আরপিএফ।
গত বছর অগাস্ট মাসে কলকাতাগামী ডাউন যোগবাণী এক্সপ্রেস ট্রেনের এস ৩ কামরা থেকে প্রায় আড়াইশো টিয়া পাখি উদ্ধার করেছিল মালদা টাউন জিআরপি। তবে কামরায় পুলিশের আসার আগেই পাচারকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।
আরও পড়ুন ; মালদায় যোগবাণী এক্সপ্রেসের কামরা থেকে ফের উদ্ধার প্রচুর টিয়াপাখি
মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি ভাস্কর প্রধান জানান, বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি কর্মীরা ডাউন যোগবাণী এক্সপ্রেসে তল্লাশি চালান। সেই সময় এস ৩ কামরার শৌচাগারের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা টিয়াপাখি উদ্ধার করে জিআরপি। প্রায় ২৫০ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। এর আগেও জিআরপি পুলিশ যোগবাণী ট্রেন থেকে ১৭৫ টি পাখি উদ্ধার করেছিল।
আইসি ভাস্কর প্রধান আরও জানান, পাখিগুলি যোগবাণী এক্সপ্রেসে পাচারকারীরা কলকাতায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পাচারের আগেই টিয়া পাখিগুলিকে উদ্ধার করে ফেলে। উদ্ধার হওয়া টিয়া পাখিগুলি মালদা বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে ভারত-নেপাল সীমানা সংলগ্ন বিহারের অরারিয়া থেকে কলকাতাগামী যোগবাণী ট্রেন থেকে প্রায় ১৭৫ টি টিয়াপাখি উদ্ধার করা হয়েছিল।