কমলকৃষ্ণ দে, বর্ধমানঃ পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক বর্ধমান স্টেশনে। ঘটনাস্থলে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার। আপ সরাইঘাট এক্সপ্রেস থেকে উদ্ধার হয় ব্যাগটি। খরব দেওয়া হয়েছে বোম ডিসপোসাল স্কোয়াড টিমকে। ব্যাগটিকে রাখা হয়েছে ১ নং প্লাটফর্মে। আপাতত ১ নং প্লাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে করোনা আবহে অতিরিক্ত ভিড় এড়াতে আজ থেকে বাতিল হল শিয়ালদা শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন। গতকাল রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্পেশাল নাইট সার্ভিস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ।
এর আগে অষ্টমী, নবমী ও দশমী, এই তিনদিনের জন্য শিয়ালদা শাখার বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ, এই পাঁচ ডিভিশনে ৭ জোড়া স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়।
কিন্তু ভিড়ের চাপে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দর্শকদের ঢোকা বন্ধ হয়ে যাওয়ার পরেই তৎপর হয় পূর্ব রেল কর্তৃপক্ষ। তড়িঘড়ি নাইট সার্ভিস স্পেশাল বন্ধ করা হয়। কলকাতা পুলিশের তরফে পূর্ব রেলের এই বিজ্ঞপ্তি সোশাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।
উৎসবের শহরে বুর্জ খলিফা না দেখেই ফিরতে হবে, তা বোধ হয় ভাবেননি কোনও দর্শক। কিন্তু অষ্টমীর রাতে সত্যি হল সেটাও। ভিড়-আলো বিতর্কের জেরে দর্শকদের জন্য এবারের মত বন্ধ হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিং-এর মণ্ডপ দর্শন।
গতকাল রাতেই বন্ধ করে দেওয়া হয় মণ্ডপে ঢোকার সমস্ত গেট। বিধাননগরের পুলিশ সুপার ও অনান্য পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের। ভিড় ও আলো নিয়ে বিতর্কের জেরে গতকালই নবান্ন থেকে মুখ্যসচিব ও পুলিশকর্তাদের পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। এরপর ভিড় নিয়ন্ত্রণ রাখতে পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নিলেও তা ফলপ্রসু হয়নি।
আরও পড়ুনঃ দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিংয়ের দরজা
আরও পড়ুনঃ নবমীর বিকেলে বজ্রাঘাতে চাষির মৃত্যু হুগলিতে, এলাকায় শোকের ছায়া