রানা দাস, পূর্ব বর্ধমান : ইচ্ছাশক্তি  থাকলে সব বাধা পেরিয়েও  এক হাতে যে দশভুজা হওয়া যায় তা  দেখিয়েছে মালা বন্দ্যোপাধ্যায়। কখনো কখনো মাটির দুর্গাও হার মানে এই জ্যান্ত দুর্গার কাছে। 


আর দশটা মেয়ের মতোই ছিলো মালা বন্দ্যোপাধ্যায়ের জীবন। দু হাত দিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেতেন তিনি। এক দিন এক মত্ত যুবকের মাতলামির প্রতিবাদ করলেন তিনি। আর তারপরই ধারালো অস্ত্র দিয়ে মালার বা হাতের কব্জি কেটে দেয় সে। মুহূর্তের মধ্যেই আকাশ ছোঁয়ার স্বপ্ন চুরমার হয়ে যায় মালা বন্দ্যোপাধ্যায়ের। তবে নিজেকে হারিয়ে যেতে দেননি তিনি। এক হাত নিয়েই  ঘুরে দাঁড়িয়েছে দশভূজা।


আরও পড়ুন - Durga Puja : মহালয়ার দিন ঘট বসে, শুরু হয় চণ্ডীপাঠ, আলিপুরদুয়ারের ভুইঞাদের পুজো এখনও জনপ্রিয়


এ এক অন্য দুর্গার গল্প। যিনি এক হাতে নিজেই দশভুজা। সংসারের কাজ থেকে দুর্গা পুজো সবই এক হাতে সামলান দশভুজা মালা বন্দ্যোপাধ্যায়। পুজোতে প্রতিমাকে এক হাতেই অস্ত্র পরানো থেকে শুরু করে ঢাক বাজানো, ফল কাটা, আরতি করা,পুজোর যোগান করা দশ দিক একাই একহাতে সামলান তিনি।


আরও পড়ুন - Durga Puja 2021: পুজোর আড্ডায় প্রিয়ঙ্কা সরকার, জিৎ গাঙ্গুলি ও ঐশিকা


স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা মায়ের দেখাশোনা থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ নির্দ্বিধায় এক হাতেই সামলাচ্ছেন মালা। আর দুর্গাপুজো এলেই মালা যেন আরো শক্তি খুঁজে পাযন। তখন এক হাতই তার দশ হাতের সমান হয়ে যায় আশ্চর্য কোনও শক্তির বলে। মায়ের দশ হাতে অস্ত্র পরানো থেকে শুরু করে পুজোর যোগান, ধুনুচি নাচ , ঢাকের তালে বোল তোলা মালার এক হাতের কাজ। মায়ের হাতে অস্ত্র পড়ানোর সময় এক হাতে ত্রিশূল নিয়ে মালা নিজেই যেন দশভূজা। মাটির দুর্গার দশ হাতের শক্তি তখন মালার একহাতে। যেন দশ হাত নিয়ে দাঁড়িয়ে রয়েছেন জ্যান্ত দুর্গা।