রানা দাস, কাটোয়া: পূর্ব বর্ধমানের (Purba Barddhaman) কাটোয়ায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হল আহত আরও এক জনের। মৃত ওই বাস যাত্রী বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন। মৃতের নাম তরুণ দাস। মৃতের সংখ্যা দাঁড়াল ২।
কাটোয়ায় ভয়াবহ দুর্ঘটনা: বেপরোয়ো গতিতে লাগাম পরাবে কে? সাধারণ মানুষের অকাল মৃত্যু রুখবে কে? জেলা থেকে কলকাতা- ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। উঠেই চলেছে এই সব প্রশ্ন। রবিবার দুপুর তখন, ৩টে ২৫। রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে এগিয়ে আসছে যাত্রীবোঝাই একটি বাস। ভেতরে তিল ধারণের জায়গা নেই, বেশ কিছু যাত্রী চড়ে বসেছেন বাসের ছাদে। হঠাৎ বাসটি সামান্য কাত হল বাঁদিকে। তারপর মুহূর্তের মধ্যে পাল্টি খেল রাস্তার পাশে। বাসের ছাদে থাকা বেশ কয়েকজন যাত্রী ছিটকে পড়লেন নিচে, চাপা পড়লেন বাসের তলায়। অল্পের জন্য রক্ষা পাওয়া যাত্রীরা দৌড়লেন প্রাণ হাতে নিয়ে।
বাড়ল মৃতের সংখ্যা: পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে কাটোয়া আসার পথে দুর্ঘটনাটি ঘটে কাটোয়ার ন'নগর মোড়ে। দুর্ঘটনায় হয়েছেন অন্তত ৫০ জন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশের অনুমান, দ্রুত গতির পাশাপাশি, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস বলেন, “যন্ত্রাংশের ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে অনুমান। মেকানিক্যাল টেস্ট করা হবে।’’ এই ঘটনায় গতকালই মৃত্যু হয় এক জনের। এদিন মৃত্যু হয় আরও এক ব্যক্তির । সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২।
জেলার পাশাপাশি, এদিন দুর্ঘটনা ঘটে কলকাতাতেও। বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙার দিকে আসার সময় লেকটাউনে পর পর ২টি গাড়িতে ধাক্কা মারে বিএসএফের একটি ছোট বাস। আহত হন ট্যাক্সির চালক সহ ৩ আরোহী। অন্যদিকে, আহত হন বিএসএফের বাসে থাকা কয়েকজন জওয়ান। তাদেরকে নিয়ে যাওয়া হয় আরজি করহাসপাতালে। এর আগে, নতুন বছরের নতুন দিন, নিউটাউনে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারান আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। এর আগে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে কালভার্টের গার্ডওয়াল ভেঙে খালে পড়ে যায় কাটোয়া থেকে কীর্ণাহারগামী বাস। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও আহত হন ১২ জন যাত্রী।
আরও পড়ুন: Chetla Fire: চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন, দুই শিশু-সহ মা ও বাবা আহত