কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: রাজ আমলের প্রথা মেনেই সোমবার প্রতিপদে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের ঘট উত্তোলন ও প্রতিষ্ঠার মধ্যে দিয়েই বর্ধমানে আনুষ্ঠানিকভাবে শারদ উৎসবের ( Durga Puja 2022 ) সূচনা হল।  মহালয়ার ( Mahalaya 2022 ) পরের দিন প্রতিপদে রুপোর ঘটে কৃষ্ণসায়ের থেকে জল ভরে ঘোড়ার গাড়িতে করে ঘট নিয়ে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা করে মন্দিরে আনা হয়। 


 ঘট প্রতিষ্ঠা
এদিনের ঘট উত্তোলন উপলক্ষ্যে শোভাযাত্রায় ভক্তরা অংশ নেন। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথও।এক্কাগাড়ি করে কৃষ্ণসায়রের চাঁদনী ঘাট থেকে ঘটে জল ভরা হয় এরপর এই ঘট প্রতিষ্ঠা করা হয় মায়ের মন্দিরে।


ইতিহাস
১৭০২ সালে স্বপ্নাদেশ পেয়ে চুনুরীদের কাছে থাকা দামোদর নদের পার থেকে উদ্ধার করে দেবী সর্বমঙ্গলাকে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ মন্দিরে প্রতিষ্ঠা করেন। তখন থেকেই বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা। প্রবেশ পথে তিনটি স্তরে পোড়া মাটির মূর্তি। মুল মন্দিরের সামনে নাট মন্দির।


দক্ষিণের প্রবেশ পথ দিয়ে ঢুকে দুধারে দুটি শিব মন্দির। প্রতি বছর চিরাচরিত প্রথা মেনে মহালয়ার পরে প্রতিপদে দেবীর ঘট তোলা হয়, আজও তার ব্যতিক্রম হয়নি। ভক্তসমাগমের মধ্যে, শোভাযাত্রা সহকারে, ঢাক, ব্যাণ্ড বাজিয়ে এক্কা গাড়িতে করে গিয়ে কৃষ্ণসায়র থেকে রুপোর ঘটে জল পুড়ে দেবীর ঘট প্রতিষ্টা হল।


পুজোর নিয়মবিধি 
৯ দিন ধরে চলবে মায়ের পুজো। তার সঙ্গে চণ্ডীপাঠ। নবমীর দিন নবকুমারী পুজোর মাধ্যমে শেষ হয়।এছাড়াও বছরের প্রতিদিনই নিয়ম মেনে দেবীর পুজা হয়। দেবীকে ভোগ নিবেদন করা হয়।


দেবী অষ্টাদশভূজা সিংহবাহিনী। রুপোর সিংহাসনে মা আসীন। আগে সন্ধি পুজোয় কামান দাগা হতো। মেষ, মহিষ ও ছাগ বলি হতো। বর্তমানে আর হয় না। 


সন্ধিপুজোয় কামানের আওয়াজ শুনে আশেপাশের সমস্ত জমিদার বাড়িতে সন্ধিপুজো শুরু হতো। নবমীতে হয় নবকুমারী পুজো। স্বাভাবিক  ভাবে সর্বমঙ্গলা পুজোকে ঘিরে আনন্দে মতোয়ারা বর্ধমান বাসী। সকাল থেকেই মহিলারা নতুন পোশাকে হাজির সর্বমঙ্গলা মায়ের মন্দিরে।


এক নজরে নির্ঘণ্ট 


 



  • মহালয়া   ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার

  • মহাপঞ্চমী  ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

  • মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার

  • মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার

  • মহাঅষ্টমী  ৩ অক্টোবর ২০২২ সোমবার

  • মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

  • মহাদশমী ৫ অক্টোবর ২০২২ বুধবার

  • কোজাগরী লক্ষ্মী পুজো  ৯ অক্টোবর ২০২২, রবিবার