কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: দানা চলে গেলেও প্রভাব রেখে গিয়েছে।সকাল থেকেই আকাশ ঢাকা কালো মেঘে।চলছে অবিরাম বৃষ্টি। দানার প্রভাব রয়েছে পূর্ব বর্ধমানেও। বৃহস্পতিবার রাত থেকেই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি। শুক্রবার সকালে দমকা হাওয়া কিছুটা কমলেও সকাল থেকেই চলছে অবিরাম বৃষ্টি। জেলা জুড়েই সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা। তার সঙ্গে চলছে অবিরাম বৃষ্টি। কখনও জোরে তো কখন ঝিরিঝিরি। 


বৃষ্টির ফলে বর্ধমান শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন। জলমগ্ন হয়েছে বর্ধমানের পার্কাস রোড,নার্স কোয়াটার মোড়, বাবুরবাগ, শ্যামলাল,শ্রীপল্লী অফিসার্স কলোনির একাংশ। ফলে জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে। শ্রীপল্লী অফিসার্স কলোনী এলাকার স্থানীয়দের অভিযোগ, 'নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় বৃষ্টি পড়লেই জলমগ্ন হয় পরে এলাকার রাস্তাঘাট। আজ নয় দানার প্রভাব, কিন্তু এর আগেও দেখা গিয়েছে বৃষ্টি হলেই রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে অতীতেও।'যদিও এই বিষয় বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার বলেন, 'দানার প্রভাবে অবিরাম বৃষ্টি হওয়ায় কিছু কিছু জায়গায় জল জমেছে। আমরা ইতিমধ্যেই শহরে একাধিক এলাকার মেইন নিকাশী নালা পরিষ্কার করেছি, বৃষ্টি একটু কমলেই সমস্ত জল নেমে যাবে।'


আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় দানার বিশেষ প্রভাব পড়ল না বাংলায়। ঝড়ের দাপট না থাকলেও বৃষ্টিতে ভাসছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। লাগাতার বৃষ্টিতে ডুবেছে কলকাতার একাধিক এলাকা। জল জমেছে উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায়। ফের জল জমার যন্ত্রণার মুখোমুখি বেহালা। যদিও এই প্রথমবার নয়, আগেও জল যন্ত্রণার মুখোমুখি হয়েছিল। প্রতিবারেই তাই প্রশ্নের মুখে পড়ে নিকাশি ব্যবস্থা। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জমেছে অথৈ জল। বাড়ি ছেড়ে বেরোনোই দায় হয়েছে। এদিকে এখনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়া অফিসের তরফে এখনও রয়েছে সতর্কতা। ভারী বৃষ্টির আশঙ্কা এখনও চলে যায়নি।


আরও পড়ুন, ফিরছিলেন বাড়ি, হাওড়ায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু !


ধামারার কাছে ল্যান্ডফল করে ওড়িশাতেই 'অ্যারেস্ট' ঘূর্ণিঝড়। সকালেই ল্যান্ডফলের প্রক্রিয়া শেষ করে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। উপকূলবর্তী এলাকায় ৮০ থেকে ৯০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। নন্দীগ্রাম-খেজুরি-এগরায় ভাঙল গাছ, বিদ্যুতের খুঁটি। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিসের। এদিকে ভারী বৃষ্টির জমা জলে কারেন্টের তার পড়ে তড়িতাহিত হওয়ার বহু ঘটনার সাক্ষী কলকাতা। তাই তা নিয়েও সতর্ক রয়েছে সবাই। যদিও এত কিছুর মধ্যেও জল জমেই মর্মান্তিক ঘটনা হাওড়ায়। হাওড়ায় রাস্তায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু হয়েছে । 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।