কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পথ দুর্ঘটনায় স্থানীয় যুবকের মর্মান্তিক মৃত্যু ! এরপরই এলাকায় আন্ডারপাসের দাবিতে ১৯ নং জাতীয় সড়কে শববাহী গাড়িতে দেহ রেখে বিক্ষোভ ও অবরোধে সামিল হন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শক্তিগড় থানার আমড়া এলাকায়।


স্থানীয়দের অভিযোগ, ব্যস্ততম ১৯ জাতীয়সড়কের আমড়া মোড়ে বারংবার ঘটে চলেছে পথ দুর্ঘটনা বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে।কিন্তু বারংবার এলাকায় আন্ডারপাসের দাবি জানানো হলেও সেই দাবি পূরণ হয়নি।এমতাবস্থায় শনিবার নিজের ব্যবসা করে বাড়ি ফেরার পথে আমড়ায় পথ দুর্ঘটনার কবলে পড়েন এলাকারই দিনেশ কুমার দাস নামে এক যুবক। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।সেখানেই তার মৃত্যু হলে ক্ষোভ দেখান স্থানীয়রা। রবিবার দুপুর এলাকায় তাঁর দেহ পৌঁছাতেই দেহ রাস্তা রেখে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ। স্থানীয়দের আন্ডারপাস নিয়ে আশ্বস্ত করলে উঠে যায় অবরোধ।


সম্প্রতি তিন  জেলায় তিন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের। কোথাও ট্রাকের চাকার পিষ্ঠ  হয়ে মৃত্যু হয়েছিল দুই যুবকের। কোথাও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল তিন ব্যক্তির। কোথাও আবার দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও পাল্টা সাফাই দিয়েছিল পুলিশ। মালদার হরিশচন্দ্রপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া পিক আপ ভ্য়ানের ধাক্কায় মৃত্য়ু হয়েছিল তিনজনের।  উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকায় । শুক্রবার রাতে ২ যুবক মোটরবাইকে করে যাওয়ার সময় একটি ভ্য়ানের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তাঁদের। সেই সময় রাস্তা দিয়ে পেট্রাপোলের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ছিটকে সেই ট্রাকের চাকার নীচে চলে আসেন ২ জন। এরপরই চাকায় পিষ্ট হয়ে মৃত্য়ু হয়েছিল তাঁদের। 


আরও পড়ুন, 'সীমান্ত সিল করে দেওয়া হতে পারে' ! এই আশঙ্কায় আজই দেশে ফিরতে চাইছেন বাংলাদেশিরা


গতমাসেই বেপরোয়া গতির বলি হয়েছিল কলকাতায়। মত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে মৃত্যু হয়েছিল বছর ২৮-এর যুবকের। মৃত্যু হয়েছিল বিশাল ঠাকুর নাকতলার বাসিন্দার। তাঁর সঙ্গীও আহত হয়েছিলেন। পুলিশ সূত্রে খবর,  ভোর ৪টে নাগাদ যাদবপুরের দিক থেকে গড়িয়ার দিকে যাওয়ার সময়, বাঘাযতীন মোড়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরেছিলেন মত্ত অবস্থায় থাকা বাইক চালক। ওই যুবক ও তাঁর সঙ্গীর মাথায় হেলমেট ছিল না। বাইক চালকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।