কমলকৃষ্ণ দে, রায়না (পূর্ব বর্ধমান): আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। উল্টে যাওয়া বাসের যাত্রীরা প্রায় সকলেই অল্পবিস্তর জখম হয়েছেন। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৭ জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রায়নার মিরেপোতা এলাকায় বর্ধমান আরামবাগ রোডে। 


কিন্তু কীভাবে ঘটল এই অঘটন? স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি কাইতি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। মিরেপোতা বাজার পেরিয়ে বর্ধমান-আরামবাগ রোড ধরে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক। এরপর প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে বাসটি। তারপর সামলাতে না পেরে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে এসে উদ্ধারকাজ শুরু করেন। এরপর খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। ঘটনার জেরে খুব স্বাভাবিকভাবেই বেশ কিছুক্ষণ ব্যহত হয় আরামবাগ রোডের যানচলাচল।


কিছুদিন আগেই হাওড়ার জগৎবল্লভপুরেও প্রায় একইরকমের একটি বাস দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যুও হয় একজনের। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় কলকাতাগামী একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বেশ অনেকক্ষণ ধরে চলেছিল উদ্ধারকাজ। পুলিশ সূত্রে জানা যায়, সেদিন সকাল সাড়ে ৭টা নাগাদ জগৎবল্লভপুর থেকে কলকাতার দিকে যাওয়া একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। জানা যায়, অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়েই এই অঘটন ঘটে। রেষারেষির সময়েই হঠাৎ টায়ার ফেটে দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা দল।


সম্প্রতি উত্তরবঙ্গে ফের পথদুর্ঘটনার শিকার হয় এক সরকারি বাস। জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সরকারি বাসটি। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত তালমা ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হন বহু যাত্রী। আহত যাত্রীদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত তালমা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায় বাসটি। স্থানীয় সূত্রে জানা যায় যে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে একটি এনবিএসটিসির বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নিয়েই উল্টে যায় নয়ানজুলিতে। স্বাভাবিকভাবেই দুর্ঘটনায় আহত হন বাসে থাকা বেশ কিছু যাত্রী। দুর্ঘটনার খবর পেতেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন কোতোয়ালি থানার পুলিশ। আহতদের সেখান থেকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু করা হয়। 


আরও পড়ুন: South 24 Parganas: বাঘের আক্রমণে সুন্দরবনে মৎস্যজীবীর মৃত্যু