জয়দীপ হালদার, সুন্দরবন:  আবারও সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃত শঙ্কর ভক্তা দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার জি-প্লটের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, দিন তিনেক সাত জনের একটি দল কলস দ্বীপের কাছে মাছ ধরতে গিয়েছিলেন।


জানা গিয়েছে, সোমবার দুপুরে নৌকাতে বসে খাওয়ার সময় জঙ্গল থেকে বাঘ এসে হামলা চালায়। শঙ্করকে পিছন থেকে ধরে নিয়ে জঙ্গলে ঢুকে যায় বাঘ। সঙ্গীরাও পেছনে তাড়া করতে থাকে। একসময় শিকার ছেড়ে জঙ্গলে পালায় বাঘটি। জখম শঙ্করকে উদ্ধার করে নৌকায় চাপিয়ে মঙ্গলবার সকালে আনা হয় পাথরপ্রতিমা ব্লক হাসপাতালে। আনার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজ কাকদ্বীপ মহকুমা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে। ওই দলের বৈধ পাশ ছিল কি না তা খতিয়ে দেখছে বন দফতর।


আরও পড়ুন: South 24 Parganas: দ্বীপাঞ্চলের ভোটারদের উৎসাহিত করতে উদ্যোগ, ধামসা-মাদল থেকে আদিবাসী নৃত্যের মাধ্যমে প্রচার গোসাবায়


আরও পড়ুন: Howrah:শিবপুরে প্রকাশ্যে আইনজীবীকে কুপিয়ে খুনের চেষ্টা, নৃশংস ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়


গত ১৬ অক্টোবর সুন্দরবনের চাঁদদোয়ানি জঙ্গলের কাছে, বিদ্যাধরী নদীতে নৌকা করে মাছ ধরতে যান ৯জন মত্স্যজীবী। বিকেলের দিকে, ঝড়ের মধ্যে পড়েন তাঁরা। নৌকা উল্টে যায়। কোনওক্রমে, সাঁতরে পাড়ে উঠে আসেন সকলে। তাও খুব সহজ ছিল না। জলে কুমীরের ভয়... এদিকে পাড়ে বাঘের আতঙ্ক। নদীর ধারে, গাছের ওপর আশ্রয় নেন ৯জনই। এভাবে, ১৬ অক্টোবর গোটা রাত কাটে। পরের দিন ১৭ অক্টোবর একজনের ফোন থেকে কোনওক্রমে বাড়িতে খবর দিতে পারেন তাঁরা। এরপর ১৮ অক্টোবর, পরিবারের লোকজনরা নৌকা করে গিয়ে তাঁদের উদ্ধার করে আনেন। 


আরও পড়ুন: South 24 Paraganas:বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ, ধৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার


আরও পড়ুন: Malda: সাইকেল চোর সন্দেহে আদিবাসী শিক্ষককে মারধরের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা