কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: মোবাইল অ্যাপ ব্যবহার অনলাইন জুয়া খেলার অভিযোগ। টি টোয়েন্টি বিশ্বকাপ সহ বিভিন্ন খেলায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিন পাণ্ডা গ্রেফতার। গতকাল, বর্ধমান শহর থেকে গ্রেফতার করা হয়েছে ওই ৩ জনকে। পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টে মোবাইল সহ দেড় লক্ষ টাকা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের  নতুনগঞ্জ এলাকার একটি বাড়িতে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া এবং বেটিং চক্র চালানো হচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে  তিন জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে দেঢ় লক্ষ টাকা সহ চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।


আরও পড়ুন: HOWRAH : দ্বিতীয় হুগলি সেতু থেকে নেমে সোজা NH6, যানজট এড়াতে সিক্স লেন এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে


আরও পড়ুন: KYC-আপডেটের নামে প্রতারণার ফাঁদ! সিম বন্ধের ভয় দেখিয়ে বৃদ্ধের ৪ লক্ষ টাকা গায়েব উত্তরপাড়ায়


এদিকে বৈধ কাগজপত্র না থাকায় ২০২ ব্যাগ রম বাজেয়াপ্ত করল পূর্ব বর্ধমান জেলার দুর্নীতিদমন শাখা। গ্রেফতার করা হয়েছে রবীন বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তিকে। গতকাল, বর্ধমান থানার কেশবগঞ্জচটী পঞ্চায়েত মার্কেটের একটি গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে ওই রং।


জেলা দুর্নীতিদমন শাখার আধিকারিক সমরেশ দে জানিয়েছেন, কিছুদিন ধরেই কেশবগঞ্জচটীর পঞ্চায়েত মার্কেট থেকে বৈধ লেবেল ও কাগজপত্র ছাড়াই বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ আসে। তার পরিপেক্ষিতে  অভিযান চালিয়ে ২০২ ব্যাগ নকল রঙের সিমেন্ট বাজেয়াপ্ত করা হয়।বাজেয়াপ্ত করা রঙের ব্যাগের উপর ব্যাচ নম্বর, ট্রেড মার্ক ও ম্যানুফাকচারিং তারিখ নেই বলে তিনি জানান। তিনি আরও জানান এই রং কী ধরণের দূষণ ছড়ায় বা মানব শরীরে কী ধরনের প্রভাব ফেলে তা জানতে রঙের স্যাম্পেল ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: বিষাক্ত মূল খেয়ে মৃত্যু প্রৌঢ়র, অসুস্থ হয়ে হাসপাতালে দেড় বছরের শিশু-সহ পরিবারের আরও চারজন


আরও পড়ুন: North Dinajpur: করোনা আতঙ্কের মাঝেই জ্বরের থাবা উত্তর দিনাজপুরে, ক্রমশ বাড়ছে সংক্রমণ