কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : মেয়ের জন্মদিনে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল সিভিক ভলান্টিয়ারের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের মাহাতা গ্রামে। মৃতের নাম চন্দন মণ্ডল।
মেয়ের জন্মদিনেই মৃত্যু বাবার
পরিবার সূত্রে খবর, রবিবার ওই সিভিক ভলান্টিয়ারের মেয়ের জন্মদিন ছিল। সোমবার মুখ্যমন্ত্রীর সভায় ডিউটি ছিল তাঁর। তাই মেয়ের জন্মদিনের আগের দিন রবিবার, আঁকশি দিয়ে নারকেল পাড়তে যান তিনি। আঁকশিতে জড়িয়ে বিদ্যুতের তার ছিঁড়ে সিভিক ভলান্টিয়ারের গায়ে পড়ে। তড়িদাহত হওয়ায় বর্ধমান মেডিক্যালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।
সম্প্রতি একের পর এক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে এ রাজ্যে। বেশির ভাগই বর্ষার সঙ্গে সম্পর্কিত।
আরও পড়ুন :
হরিদেবপুরের মৃত্যুর পরও ফেরেনি হুঁশ, শহরে কোথাও খোলা তার, কোথাও জয়েন্টবক্স !
হরিদেবপুরে মৃত্যু
যেমন সারা শহরকে নড়িয়ে দিয়েছে রবিবার হরিদেবপুরে ছোট্ট পড়ুয়ার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। জমা জলের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে ?যাচ্ছিল এক কিশোর। জল পেরোতে গিয়ে রাস্তার পাশে লাইট পোস্টে হাত দিতেই ছিটকে পড়ে সে। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার! গত বছরের দমদমের স্মৃতি উসকে দিয়েছে হরিদেবপুর।
ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
আবার গত ১৪ জুন রাত পৌনে ১০টা নাগাদ হাওড়া পুরসভার গেটের কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩২ বছরের মনীষা সাউয়ের। CESC সূত্রে খবর, বৃষ্টির সময় বাতিস্তম্ভে হাত লেগেই ওই মহিলার মৃত্যু হয়। হাওড়া ময়দানের কাছে রেল আবাসনের বাসিন্দা মনীষা জেলাশাসকের বাংলোতে পরিচারিকার কাজ করতেন। গতকাল কাজ থেকে ফেরার সময় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, মনীষার বিয়ে নিয়ে পাকা কথা বলতে দেশে গিয়েছেন মা ও ভাই। সেইসময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এদিন মৃতের বাড়িতে যান হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।
পূর্ব বর্ধমানের সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর ঘটনা সকলকে নাড়া দিয়ে গিয়েছে। ভেঙে পড়েছে পরিবার।