খাগড়াগড়: বর্ধমানে জাল নোট তৈরির অভিযোগে পুলিশের জালে ৩ জন। গতকালই জাল নোটের কারখানার হদিশ মেলে পূর্ব বর্ধমানের সেই খাগড়াগড়ের কাছে। বাড়ি ভাড়া করে খাগড়াগড়ের কাছে মাঠপাড়ায় জাল নোটের কারবার। ৫০০ টাকার জাল নোট, ডাইস, কাগজ, রাসায়নিক মিলেশে সেই কারখানায়। জাল নোটের চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। গ্রেফতার শক্তিগড়, বর্ধমান, উত্তর ২৪ পরগনার ৩ জন বাসিন্দা। ২ অক্টোবর, ২০১৪-তে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ। অষ্টমীর সকালে খাগড়াগড়ে তীব্র বিস্ফোরণ, মৃত্যু হয় ২ জনের।
বর্ধমানে হদিশ পাওয়া গেল জাল নোট তৈরির কারখানার। বর্ধমানের (Bardhaman) খাগড়াগড় এলাকার পাশেই মাঠপাড়ার একটি ভাড়া বাড়িতে ছাপা হচ্ছিল পাঁচশো টাকার জাল নোট (Fake Currency)। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিন ব্যক্তি। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে রাসায়নিক, ডাইস, ৫০০ টাকার জাল নোট এবং নোটের আকারের অনেক কাগজ।
জাল নোট তৈরির কারখানার হদিশ: স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে, নানা জায়গায় জাল নোট তৈরির কাজ চলছে বর্ধমান শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেমনই গোপন সূত্রে খবর আসে যে বর্ধমান শহরের উপকন্ঠে বাদশাহী রোড মাঠপাড়া এলাকার একটা ভাড়া বাড়িতে জাল নোট ছাপার কাজ হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে সেই জায়গায় অভিযান চালায় পুলিশ। আর অভিযান চালিয়েই অভিযুক্তদের হাতেনাতে ধরে পুলিশ। জানা যাচ্ছে, ওই ভাড়া বাড়ি থেকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ রাসায়নিক, ডাইস, জাল ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের আকারের কাগজ। জাল নোট তৈরির অভিযোগে পুলিশ ইতিমধ্যএই তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার তাদের বর্ধমান আদালতে তোলা হবে।
আরও পড়ুন: Bowbazar Incident:বর্ষা শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকুক, সুপারিশ বিশেষজ্ঞদের