কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বর্ধমানে হদিশ পাওয়া গেল জাল নোট তৈরির কারখানার। বর্ধমানের (Bardhaman) খাগড়াগড় এলাকার পাশেই মাঠপাড়ার একটি ভাড়া বাড়িতে ছাপা হচ্ছিল পাঁচশো টাকার জাল নোট (Fake Currency)। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিন ব্যক্তি। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে রাসায়নিক, ডাইস, ৫০০ টাকার জাল নোট এবং নোটের আকারের অনেক কাগজ।


জাল নোট তৈরির কারখানার হদিশ-


স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে, নানা জায়গায় জাল নোট তৈরির কাজ চলছে বর্ধমান শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেমনই গোপন সূত্রে খবর আসে যে বর্ধমান শহরের উপকন্ঠে বাদশাহী রোড মাঠপাড়া এলাকার একটা ভাড়া বাড়িতে জাল নোট ছাপার কাজ হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে সেই জায়গায় অভিযান চালায় পুলিশ। আর অভিযান চালিয়েই অভিযুক্তদের হাতেনাতে ধরে পুলিশ। জানা যাচ্ছে, ওই ভাড়া বাড়ি থেকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ রাসায়নিক, ডাইস, জাল ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের আকারের কাগজ। জাল নোট তৈরির অভিযোগে পুলিশ ইতিমধ্যএই তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার তাদের বর্ধমান আদালতে তোলা হবে।


আরও পড়ুন - Malda: ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার কালিয়াচকে, পুলিশের জালে ৩


প্রসঙ্গত, চলতি বছরের একেবারে শুরুতে  প্রজাতন্ত্র দিবসের ( Republic Day) আগের দিন কলকাতায় উদ্ধার হয় ৩ লক্ষ টাকার জাল নোট (Fake Note)। ময়দান এলাকার বিধান মার্কেট এলাকা থেকে একজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের কাছ থেকে মিলেছে ২ হাজার ১০০টি ও ৫০০ টাকার ২০০টি জাল নোট। মালদায় (Malda) ভারত-বাংলাদেশ (India Bangladesh) সীমান্তে প্রায়ই জাল নোট উদ্ধার হয়। এবার জাল নোট পাচারে মহারাষ্ট্র-যোগ পুলিশকে ভাবাচ্ছে। গত ৩১ ডিসেম্বর, জাল নোট পাচার চক্রের হদিশ পেতে  তদন্তে বাংলাদেশে যায় NIA। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত নভেম্বরে বাংলাদেশের ঢাকাতে ৭ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জাল নোট সহ ২ জন গ্রেফতার হয়।সূত্রের দাবি, ধৃতেরা জেরায় জানায়, ওই জাল নোট তৈরি হয়েছে পাকিস্তানে।