কমলকৃষ্ণ দে, বর্ধমান: পূর্ব বর্ধমানে (East Burdwan) মর্মান্তিক দুর্ঘটনায় এক পরিবারের চারজন সহ মৃত্যু হল ৫ জনের। আজ সকালে বর্ধমান থানা (Burdwan Police Staion) এলাকায় ২ নম্বর জাতীয় সড়ক বি-তে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ঝিঙুটি মোড়ের কাছে একটি টোটোর (Toto) সঙ্গে ডাম্পারের (Dumper) সংঘর্ষ হয়। টোটোর যাত্রী একই পরিবারের চারজনের মৃত্যু হয়। মৃত্যু হয়েছে টোটো চালকেরও।


পূর্ব বর্ধমানে দুর্ঘটনায় মৃত্যু:  এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একই পরিবারের ৪ জন টোটোতে ২ নম্বর জাতীয় সড়ক বি-র উপর দিয়ে মাছ ধরতে যাচ্ছিল। সেই সময় ঝিঙুটি মোড়ের কাছে পাথর বোঝাই ডাম্পার উল্টোদিক থেকে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। তার মধ্যে এক পরিবারের ৪ জনের। মৃত্যু হয়েছে টোটো চালকের। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় বর্ধমান থানা ও দেওয়ান দিঘি থানার পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোকের ছাড়া এলাকাজুড়ে।


কুড়ুলবিদ্ধ অবস্থায় মাছ ব্যবসায়ী যুবকের দেহ উদ্ধার: পূর্ব বর্ধমানের গলসিতে মাথায় কুড়ুলবিদ্ধ অবস্থায় মাছ ব্যবসায়ী যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।  গলসি থানার সন্তোষপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা ওই যুবকের নাম উত্‍পল ঘোষ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ মাথায় কুড়ুল বেঁধা অবস্থায় তাঁর মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির থেকে কিছুটা দূরেই মেলে দেহ।  এই ঘটনায় পুলিশ মনোজ ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।  প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ব্যক্তিগত শত্রুতার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।  মৃতের প্রতিবশীর দাবি, বাড়ি থেকে একজন ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর উদ্ধার হয় তাঁর দেহ।  


আরও পড়ুন: Aliah University Update: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা, ভাইরাল অডিও ক্লিপ সামনে আনল পড়ুয়ারা