রাণা দাস, কেতুগ্রাম (পূর্ব বর্ধমান): বালি (sand) তুলতে গিয়ে উল্টে গেল জেসিবি (JCB) মেশিন। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কেতুগ্রামের নারেঙ্গা বালিরঘাটের। অজয় নদ থেকে বালি তুলতে গিয়ে অঘটন ঘটে।
কোথায় কীভাবে ঘটে দুর্ঘটনা?
কেতুগ্রামের নারেঙ্গা বালিরঘাটে অজয় নদ থেকে বালি তুলতে গিয়ে তলিয়ে গেল জেসিবি মেশিন গাড়ি। সেই সঙ্গে জেসিবির মধ্যে থাকা চালক (driver) ও খালাসিও তলিয়ে যান নদের জলে।
ঘটনার পরেই উদ্ধারে নামেন এলাকাবাসীরাই। বেশ দীর্ঘক্ষণ পরে জেসিবি ভেঙে দু'জনকেই মৃত অবস্থায় নদ থেকে উদ্ধার করেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল নাগাদ কেতুগ্রামের নারেঙ্গা বালিরঘাটে।
আরও পড়ুন: Bangaon News: তৃণমূলের পরিচয়পত্র দেখালে সরকারি কাজে সুবিধা! নেতার ঘোষণায় বিতর্ক
ঘটনায় মৃতরা হলেন ২৯ বছর বয়সী চালক রেন্টু শেখ ও ৩২ বছর বয়সী খালাসি বালক থান্ডার। এলাকার বাসিন্দাদের সূত্রে খবর নদীতে জেসিবি নিয়ে বালি তোলার সময় বালি ধসে নদের জলে পাল্টে গিয়ে তলিয়ে যায় জেসিবি। গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি দু'জনেই তলিয়ে যায় জেসিবির সঙ্গে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেতুগ্রাম থানার পুলিশ।
অন্যদিকে দিন দুই আগে চন্দননগরের (Chandannagar) বিশালাক্ষ্মী ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় দাদা ও বোন। জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে জোয়ারের সময় স্নান করতে নেমে তলিয়ে যায় তারা।
মুন্না কেইয়াট নামে ওই যুবক ও তার বোন কলকাতার বাসিন্দা নয়। বিহারের পটনায় থাকতেন তারা। এখানে ঘুরতে এসেছিল। শুক্রবার গঙ্গায় (Ganga) বছর ২৫-এর দাদা স্নান করতে যায় ১০ বছরের বোনকে নিয়ে। স্নান করতে নেমেই বিপত্তি ঘটে। জলে তলিয়ে গেল দাদা মুন্না কেইয়াট ও বোন সন্ধ্যা কেইয়াট।