কমল কৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: প্রবলবর্ষণে রাজ্যে ইতিমধ্য়েই একাধিক জেলায় নদীবাধ ভেঙে জল ঢুকেছে গ্রামে। কোথাও ভেসেছে সেতু। ভেসে গিয়েছে যাত্রীবাহী ট্রাক্টর। জল জমে এরই সঙ্গে ডেঙ্গির আশঙ্কায় কাঁটা গ্রামবাসীরা। আর এবার ফের দোসর হল ডিভিসি (DVC)। মূলত ডিভিসি'র জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটাই বেড়েছে। তবে শুধু এবছরই নয়, প্রায় অধিকাংশ বছরই এই কারণে প্রায় বন্যা পরিস্থিতির মুখে পড়তে হয় রাজ্যের একাধিক জেলাগুলিকে। 'ম্যান মেড বন্যা' বলে নিয়ে এর আগে মমতা-মোদির মাঝে বিতর্কের ঝড় উঠেছিল। কিন্তু এতকিছু সত্ত্বেও  পরিস্থিতি এতটুকুও বদলায়নি।


যে কোনও প্রয়োজনে রইল জেলার কন্ট্রোল রুম নং 


এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দামোদর নদ কেন্দ্রিক একাধিক ফেরীঘাট বন্ধ করে দেওয়া হল প্রশাসনের তরফে। ইতিমধ্য়েই শুরু হয়েছে মাইকিং। পঞ্চায়েতের পক্ষ থেকে আপদকালীন অবস্থার জন্য দুটো স্কুলও তৈরি রাখা হয়েছে এবং যে কোনও প্রয়োজনে পঞ্চায়েত প্রধানের সহিত যোগাযোগ করতে বলা হচ্ছে মাইকিং-এর মাধ্যমে। জেলার কন্ট্রোল রুম নং হল 8001192640/ 0342-2665092 


ডিভিসি'র জল ছাড়ায় বাড়ল দামোদরের জলস্তর


ডিভিসি'র জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটাই বেড়েছে।একদিকে দক্ষিণবঙ্গে লাগাতার বর্ষণ। অন্যদিকে ঝাড়খন্ডেও ব্যপক বৃষ্টি। ফলে দামোদর জলাধার থেকে ক্রমাগত জল ছাড়ায় দামোদরে জলস্তর অনেকটাই বেড়েছে। ব্লক থেকে জেলাস্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম।দামোদর নদ তীরবর্তী গ্রামগুলোতে জল ছাড়ার সর্তকবার্তা জানিয়ে করা হচ্ছে মাইকিং।


দামোদর নদ তীরবর্তী গ্রামগুলিকে সর্তক করে মাইকিং


এদিকে ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটা বেড়ে যাওয়ায় সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নদীবাঁধ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।বাঁধে কোনো সমস্যা থাকলে তা দ্রুত রক্ষনাবেক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি আজ বিকালে গলসী ১ নং ব্লকের লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দামোদর নদ তীরবর্তী গ্রামগুলিকে ডিভিসি থেকে জল ছাড়ার জন্য সর্তক করে মাইকিং করা হয়।


আরও পড়ুন, 'এইভাবে অসম্মান করা যায় ?', অভিষেকদের সরিয়ে দিতেই সরব TMC কর্মী সমর্থকরা


ফেরীঘাট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে


অন্যদিকে,খন্ডঘোষের জুবিলা গ্রামে মাঠে গবাদী পশুর জন্য ঘাস কাটতে গিয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার।মৃতের নাম বাসুদেব সাঁতরা (৬৩)। পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজী জানিয়েছেন,দামোদরের জলাধারগুলির আপার ক্যাচমেন্ট এলাকার বৃষ্টির দিকে নজর রাখা হচ্ছে।এছাড়াও জেলার দামোদর তীরবর্তী সমস্ত ব্লকগুলিকে সতর্ক করা হয়েছে।সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে একাধিক ফেরীঘাট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।