নয়াদিল্লি: তৃণমূলের ধরনা ঘিরে কৃষিভবনে তুলকালাম। তৃণমূলের মন্ত্রী বিধায়কদের সরিয়ে দিল পুলিশ (Delhi Police)। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করা আগেই এদিন পুলিশ এসে কার্যতই দোলা সেন-সহ  তৃণমূলের শীর্ষ নের্তৃত্বকে চ্যাংদোলা করে বাইরে বের করে দেয়। যদিও শেষ মুহূর্ত অবধি মাটি আঁকড়ে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবং তাঁকে ঘিরে ছিলেন বসেছিলেন বীরবাহা হাঁসদা। যদিও শেষ অবধি শান্তনু সেন, মহুয়া মৈত্র, ডেরেক-সহ তৃণমূলের প্রতিনিধিদের টেনে হিঁচড়ে বাসে তুলল দিল্লি পুলিশ। তবে গোটা ঘটনায় সরব তৃণমূলের কর্মী সমর্থকরা।


'এইভাবে অসম্মান করা যায় ?'


তৃণমূলের এক মহিলাকর্মী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে জানিয়েছেন,' যেভাবে অত্যাচার হচ্ছে, সাধারণ মানুষের টাকা নিয়ে নেওয়া হচ্ছে, আটকে রাখা হচ্ছে, তাঁর জন্য কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে এসে কী ভূল করেছে এমপিরা। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা যে এসেছিল, এইভাবে নোংরামি করা যায় ? এইভাবে চ্যাংদোলা করা যায়, এইভাবে কি কোনও নেতাকে অসম্মান করা যায় ? এরা জিতে এসেছে পার্লামেন্টে। মোদিও যদি একজন প্রধানমন্ত্রী হয়েছেন, একজন সাধারণ মানুষের ভোটের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন, কেন্দ্রীয়মন্ত্রীকে এইটুকুবুদ্ধি রাখা উচিত।'


'প্রয়োজনে আমরা আমাদের বেতন দিয়েই জব কার্ড হোল্ডারকে টাকা দেব'


দিল্লিতে ধর্না কর্মসূচির দ্বিতীয় দিনে যন্তরমন্তরে অবস্থান করে তৃণমূল। ১০০ দিনের টাকা থেকে জব হোল্ডারদের টাকা দিচ্ছে না কেন্দ্র, এই অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বলেন, 'তৃণমূলের ৭০ হাজারের মতো জনপ্রতিনিধি রয়েছে। প্রয়োজনে আমরা আমাদের বেতনের টাকা দিয়ে আড়াই হাজার জব কার্ড হোল্ডারকে টাকা দেব। দু'মাসের মধ্যে আড়াই হাজার জব কার্ড হোল্ডারকে আমরা আমাদের বেতন থেকে টাকা দেব'। 


কৃষি ভবনে ধর্না কর্মসূচি ঘিরে তুলকালাম


কৃষি ভবনে ধর্না কর্মসূচি ঘিরে তুলকালাম। দিল্লি পুলিশের হাতে আটক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদরা। প্রতিবাদে বাংলায় জেলায় জেলায় বিক্ষোভ। কলকাতায় মুরলীধর সেন লেনে বিজেপি দফতরের সামনে পতাকা হাতে স্লোগান তৃণমূল নেতা-কর্মীদের। কুলটিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ রাজ্যের শাসকদলের। হুগলির কোন্নগরেও পথে নামেন তৃণমূল নেতা-কর্মীরা।


আরও পড়ুন, ‘স্বাধীনতার পর সবচেয়ে বড় দুর্নীতি’, যন্তরমন্তরে তৃণমূলের অবস্থান চলাকালীনই সুর চড়ালেন শুভেন্দু


অপরদিকে, দিল্লিতে বিজেপি-র সদর দফতরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু।এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন,'লোকসভা নির্বাচনের আগে হারিয়ে যাওয়া জনসমনর্থন ফিরে পেতে এই নাটক করছে তৃণমূল। দিল্লিতে রাজনৈতিক কর্মসূচি করছে। আঞ্চলিক দল তৃণমূল দেশের রাজধানীতে মিথ্যা দাবি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করছে। জাতীয় স্তরে ওদের এই আন্দোলনের কোনও প্রভাব পড়েনি। প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গেও। মিথ্যা অভিযোগ নিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।'