কমকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: মাথায় কুড়ুল বিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রাস্তার ধারেই কু্ড়ুল বিদ্ধ অবস্থায় পড়ে ছিল যুবক। পরিবারের লোক ও গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুরষা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। মৃত যুবকের নাম উৎপল ঘোষ(২৮)। গলসি থানার সন্তোষপুর ঘোষপাড়া এলাকার ঘটনা। ঘটনাস্থলে গলসি থানার পুলিশ।
ঠিক কী হয়েছিল?
পরিবার সূত্রে জানা গেছে, উৎপল এলাকার পুকুরে মাছ চাষ করত। রবিবার রাত্রীতে গ্রামেরই এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মাথায় কুড়ুল বিদ্ধ অবস্থায় রাস্তার ধারে পরে থাকতে দেখা যায়। এরপরই পরিবারের লোকের ও গ্রামবাসীরা তাকে উদ্ধার করে গলসির পুরষা ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
যদিও রামপুরহাটের পর রাজ্যে আবার খুনের ঘটনা হওয়ায় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ও সাধারন মানুষের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেন জেলা বিজেপির সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ মানতে নারাজ তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিত দাস।তাঁর দাবী বিজেপি পেট্রোল,ডিজেল গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে মুখ ঘোরাতেই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির কথা বলছে। খুনের সাথে ব্যবসায়ীক শত্রুতা না এর পিছনে অন্য কোনও কারণ আছে তা তদন্ত করে দেখছে গলসি থানার পুলিশ।
পূর্ব বর্ধমানে দুর্ঘটনায় মৃত্যু: এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ এক পথ দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একই পরিবারের ৪ জন টোটোতে ২ নম্বর জাতীয় সড়ক বি-র উপর দিয়ে মাছ ধরতে যাচ্ছিল। সেই সময় ঝিঙুটি মোড়ের কাছে পাথর বোঝাই ডাম্পার উল্টোদিক থেকে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। তার মধ্যে এক পরিবারের ৪ জনের। মৃত্যু হয়েছে টোটো চালকের। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় বর্ধমান থানা ও দেওয়ান দিঘি থানার পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোকের ছাড়া এলাকাজুড়ে।