কমলকৃষ্ণ দে ও রানা দাস, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার পাঁচটি পুর এলাকায় তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ চরম আকার নিল। প্রার্থী বদলের দাবিতে কাটোয়ায় জেলা সভাপতির অফিস ঘেরাও করলেন তৃণমূল কর্মীরা। বর্ধমান শহরে তৃণমূল প্রার্থী প্রচারে বেরোলে বিক্ষোভ দেখায় দলেরই একাংশ।


তৃণমূলের পতাকা হাতে মুখোমুখি দু’পক্ষ। বচসা, হাতহাতি হওয়ার উপক্রম হলে কোনওরকমে সামাল দেয় পুলিশ। পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে নজিরবিহীন বিভ্রান্তি। তার জেরে বর্ধমান পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মেহেদিবাগানে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। 


প্রার্থী বদলের দাবিতে শনিবার সকালে জিটি রোড অবরোধ করে তৃণমূলের একাংশ। এই সময় ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রচারে এলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। পুলিশ, র্যা ফ নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।


বর্ধমান পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী রাজু মিশ্র বলেছেন, এখানে কিছু তোলাবাজ এসে তিন নম্বর ওয়ার্ডের বিরোধিতা করছে। এরা এখানকার বাসিন্দা নন।


অন্যদিকে, ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী বাচ্চু দাস বলেছেন, ৩ নম্বর ওয়ার্ডে যাঁকে প্রার্থী করেছে তিনি বিজেপির খাস লোক। ওরা বিজেপির হয়ে বিধানসভা ভোট করিয়েছে। 


শুধু ৩ নম্বর ওয়ার্ড নয়, ২ ও ২৫ নম্বর ওয়ার্ডেও প্রার্থী বদলের দাবিতে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ।


মেমারির ৫ নম্বর ওয়ার্ডে আবার তৃণমূলের প্রার্থীর বিরোধিতায় পড়ে পোস্টার। ৯ নম্বর ওয়ার্ডে টিকিট না পেয়ে, নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি। মেমারি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাপি বন্দ্যোপাধ্যায় বলেছেন, দল আমাকে প্রার্থী করেছে। ও আমার ভাল বন্ধু। সমস্যা মিটে যাবে। আমার হয়ে প্রচারেও নামবে।


অন্যদিকে, ওয়ার্ডের তৃণমূল সভাপতি প্রদীপ পাল বলেছেন, এলাকার মানুষ বহিরাগত প্রার্থী চাইছেন না। আমি নির্দল প্রার্থী হতে চাই। জিতে তৃণমূলের হাত শক্ত করতে চাই। মনোনয়ন দাখিল করার ইচ্ছে আছে।


বর্ধমান, মেমারি, কালনা থেকে দাঁইহাট। প্রার্থী বদলের দাবিতে অনেকে চলে আসেন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অফিসে। পার্টি অফিস দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয়।


রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, আমরা বলেছি দলীয় নেতৃত্বের নির্দেশ, তারা প্রার্থী হিসেবে নাম পাঠিয়েছে। আমাদের মানতে হবে।


তৃণমূলের এই বিক্ষোভ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কালনা-কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূল নেতাদের মধ্যে টাকা আত্মসাতের লড়াই। বুঝে গেছে আর সুযোগ পাবে না। তা নিয়ে এই গন্ডগোল।


পূর্ব বর্ধমান জেলায় ৬টি পুরসভাতে ২৭ ফেব্রুয়ারি ভোট।গুসকরা বাদে সব পুরসভাতেও তৃণমূলের প্রার্থী নিয়ে তৈরি হল ক্ষোভ।