কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে চোরাই পথে কচ্ছপ পাচার করতে গিয়ে পুলিশের জালে ১ জন। বর্ধমান স্টেশন (Burdwan Station) চত্ত্বর থেকে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমান জি আর পি (Burdwan GRP) সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির থেকে ৪৩টি দেশীয় কচ্ছপ উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম গোপাল সরকার। তাঁর বাড়ি শক্তিগড় থানা এলাকায়। 


জি আর পি সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশন চত্ত্বরে রুটিন চেকিং করেছিলেন তারা। সেখানেই গোপাল সরকার নামে সেই ধৃত ব্যক্তিকে তিনটি ব্যাগ সহ সন্দেহজনক অবস্থায় দেখতে পাওয়া যায়। জি আর পি ও অপরাধদমন শাখা অফিসাররা তা দেখতে পেয়েই গোপাল সরকারকে গ্রেফতার করেন। পুলিশ তাঁর ব্যাগ তল্লাশি করলে তাঁদের ব্য়াগ থেকে বিভিন্ন সাইজের ৪৩ টি দেশীয় কচ্ছপ উদ্ধার করা হয়। জেরায় গোপাল সরকার জানিয়েছেন,  উত্তরপ্রদেশের বেনারস থেকে স্থানীয় এলাকায় বিক্রি করার জন্য সেই কচ্ছপগুলো নিয়ে এসেছিলেন তিনি। ধৃত গোপাল সরকারকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয় ও উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।


এরকম খবর এর আগেও প্রকাশ্যে এসেছিল। কয়েক মাস আগেই পাচারের আগেই ৯৯টি কচ্ছপসহ উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেফতার করেছিল মালদা টাউন স্টেশনের আরপিএফ। উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছিল। আরপিএফ সূত্রে জানা গিয়েছিল, ১৩৪৩০ আনন্দবিহার-মালদা টাউন এক্সপ্রেসের এস-৫ কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায়। এরপরই পুলিশ সেই ব্যাগ সহ ব্যক্তিকে গ্রেফতার করে।


সেই তথ্য অনুযায়ী ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেয়। তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার হয়। তার মধ্যে থেকে ৯৯টি কচ্ছপ মিলেছে। সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃত যুবকের নাম ছিল শুভম। বয়স ১৮। জানা গিয়েছিল তাঁর বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায়। উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দিয়েছিল আরপিএফ কর্তৃপক্ষ। 


এর আগেও সীমান্তে বাংলাদেশের চোরাচালানকারীর কাপড়ের ব্যাগ থেকে বিপন্ন ভারতীয় স্টার কাছিম গুলিকে উদ্ধার করেছিলেন জওয়ানরা। ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ২৯৬টি ভারতীয় স্টার কাছিম-সহ চোরাকারবারীকে আটক করে তাঁরা।