কালনা : কালনার তৃণমূল বিধায়কের ছেলের নামে এফআইআর দায়ের করলেন দলেরই ছাত্র সংগঠনের এক নেতা। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতির বিরুদ্ধেও পাল্টা অভিযোগ দায়ের বিধায়ক-ঘনিষ্ঠের। অভিযোগ-পাল্টা অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। 


উপলক্ষ্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন । আর সেই অনুষ্ঠান ঘিরেই হিংসার সাক্ষী হয়ে রইল পূর্ব বর্ধমানের কালনা কলেজ। সংঘর্ষে জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। তৃণমূল বিধায়ককে কলেজের অনুষ্ঠানকক্ষে ঢুকতে দিল না তৃণমূল ছাত্র পরিষদই। রীতিমতো লাঠিসোঁটা নিয়ে চলল মারপিট।


আরও পড়ুন ; কলেজে রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচন ঘিরে ধুন্ধুমার, মাথা ফাটল TMCP সমর্থকের


ঝরল রক্ত। অনুষ্ঠান চলাকালীন টেবিল চাপড়ে চলল প্রতিবাদ। এখানেই শেষ নয়, তৃণমূল বিধায়কের পথ আটকে স্লোগান দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাই। শেষ অবধি বিরক্ত হয়ে কলেজ ছাড়েন তৃণমূল বিধায়ক। শুক্রবার কালনা কলেজে রবীন্দ্রনাথের এই মূর্তি উন্মোচন করেন মহকুমাশাসক। আমন্ত্রিত ছিলেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ এবং পুরসভার চেয়ারম্যান-তৃণমূল নেতা আনন্দ দত্ত। 


কলেজের ছাত্র সংসদ টিএমসিপি-র দখলে রয়েছে। তারপরও বাংলা ও বিএড বিভাগের এই অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ না জানানোর অভিযোগে, বিক্ষোভ দেখাচ্ছিলেন টিএমসিপি-র কয়েকজন সদস্য। এরপর তৃণমূল বিধায়ক পৌঁছতেই ওঠে স্লোগান। অনুষ্ঠানে না ঢুকতে পেরে ফিরে যান ক্ষুব্ধ বিধায়ক। তৃণমূল বিধায়ক কলেজে উপস্থিত থাকা অবস্থাতেই, সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। সূত্রের খবর, কলেজের টিএমসিপি সদস্যদের সঙ্গে মারপিট হয় তৃণমূল বিধায়কের অনুগামীদের। 


এক পক্ষের অভিযোগ, কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উপস্থিতিতেই তাঁর ছেলে সদলবলে আগ্নেয়াস্ত্র, হকিস্টিক নিয়ে হামলা চালান।


যদিও বিধায়কের দাবি, তাঁর ছেলে ঘটনাস্থলে ছিলেন না। এই ঘটনায় বিধায়ক-পুত্রের নামে এফআইআর করেছেন টিএমসিপি-র সাধারণ সম্পাদক। পাল্টা টিএমসিপি-র সহ সভাপতি-সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক বিধায়ক-ঘনিষ্ঠ।