কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: অস্থায়ী ব্রিজে (temporary bridge) ওঠার মুখেই মাটি ধসে সেচ খালের জলে (lorry falls down in canal) গিয়ে পড়ল চাল বোঝাই লরি (rice filled lorry)। শিল্ল্যাঘাটের দিক থেকে পারাজের দিকে আসছিলো লরিটি। এক মাস আগে গলসির পারাজ শিল্ল্যাঘাট রাস্তায় ডিভিসি সেচ ক্যানেলের উপর ওই কাঠের সেতু চালু হয়। তার মধ্যেই এই ঘটনা।


কী ঘটেছে?
ডিভিসি জানিয়েছিল, পাশের পাকা ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য অস্থায়ী কাঠের ব্রিজটি চালু করা হয়েছিল। তার উপর দিয়ে যাতায়াতের বিষয়টিতে এদিনের দুর্ঘটনার পর বড়সড় ধাক্কা লেগেছে। স্রেফ বরাত জোরে বেঁচে যান লরির চালক ও খালাসি।  তবে বুধবার রাতের ওই শিউরে ওঠার মতো ঘটনার জেরে জলের নিচে তলিয়ে যায় কয়েকশো বস্তা চাল। স্থানীয়দের দাবী, অস্থায়ী সেতুটি  ঠিক ভাবে না তৈরি করাতেই এমন বিপত্তি নেমে এসেছে। সেতু নির্মাণের সময় গাফিলতির হয়েছিল বলে দাবী স্থানীয় থেকে রাইস মিল কর্তৃপক্ষের। সঙ্গে প্ৰশ্ন, চালের লরির জায়গায় যদি যাত্রীবাহী বাস হত, তা হলে কী হত? দুর্ঘটনার খবর পেয়েই পৌঁছয় গলসি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে এনে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, গত কাল রাতেই আবার আর একটি লরি-দুর্ঘটনা ঘটে জলপাইগুড়িতে।


২ লরির মুখোমুখি সংঘর্ষ...
রাত তখন ১টা। ধূপগুড়ির গিলান্ডি ব্রিজ লাগোয়া এশিয়ান হাইওয়ের উপর কয়লা বোঝাই লরির সঙ্গে পেঁয়াজ বোঝাই একটি লরির সংঘর্ষ হয়। তার পরই আগুন লাগে কয়লা বোঝাই লরিটিতে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভয়ঙ্কর ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এশিয়ান হাইওয়েতে যান চলাচল বন্ধ ছিল। রাজ্যের নানা প্রান্তে এই ধরনের সড়ক দুর্ঘটনা মোটেও নতুন কিছু নয়। প্রায় নিয়মিত কিছু না কিছু ঘটতে থাকে বলে অভিযোগ। তার পরও কি বিন্দুমাত্র সচেতন নয় প্রশাসন? রাতের হাইওয়েতে নজরদারি কি কিছু নেই? প্রশ্ন উঠছেই। সড়ক দুর্ঘটনা এই রাজ্য়ে এখন প্রায় প্রত্যেক দিনের ঘটনা। গত নভেম্বরেই যেমন সড়ক দুর্ঘটনায় এক বাইকচালকের মৃত্য়ু হয়েছিল নিউটাউনে। মৃতের নাম বিমল হালদার বলে জানায় পুলিশ। বয়স ৪৮ বছর। তিনি নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানান, একটি ডাম্পার তাঁর বাইকে ধাক্কা মেরেছিল। পুলিশ ডাম্পারের চালককে আটক করে। তার আগে, গত অক্টোবরেও সল্টলেক সেক্টর ফাইভে পথদুর্ঘটনা ঘটেছিল। তাতে কারও প্রাণ না গেলেও তিন জন আহত হয়েছিলেন। এত কিছুর পরও কি সতর্ক হবে না প্রশাসন?


আরও পড়ুন:বাজেট দরিদ্র-বিরোধী! একযোগে সরব বিরোধীরা