কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ১০০ দিনের কাজে জব কার্ড ইস্যুকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের গলসির আদড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রধানকে ঘেরাও করে গতকাল রাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।


বিডিও ও পুলিশ গিয়ে আশ্বাস দেওয়ায় বিক্ষোভ ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, জব কার্ড এলেও, আটকে রেখেছেন প্রধান। কার্ড চাইলে চাওয়া হচ্ছে টাকা। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, কাটমানির বিনিময়ে জব কার্ড ইস্যু করায় এই বিক্ষোভ। অভিযোগ প্রমাণ হলে দল ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। 


উল্লেখ্য, আজ, বুধবার কোচবিহারে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ পঞ্চায়েত প্রধানের। পাল্টা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অপর গোষ্ঠীর! যা নিয়ে অস্বস্তিতে শাসকদল। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।


গত ১২ অগাস্ট নন্দীগ্রামে তৃণমূল উপ-প্রধানের বিরুদ্ধে সই জাল-সহ সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তোলেম দলেরই পঞ্চায়েত সদস্যা। প্রকাশ্যে আসে শাসকদলের গোষ্ঠীকোন্দল। এই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।


আবাস যোজনা বা বিধবা ভাতা, বীজ ধান বিলি থেকে মুরগি-ছাগল প্রদান, বিভিন্ন সরকারি প্রকল্পে সতীর্থ পঞ্চায়েত প্রতিনিধির সই জাল করে টাকা হাতানোর অভিযোগ উঠল তৃণমূলেরই উপপ্রধানের বিরুদ্ধে। এই ইস্যুকে কেন্দ্র করে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সামসাবাদ পঞ্চায়েতে প্রকট হয় তৃণমূলের কোন্দল।


পঞ্চায়েতের উপপ্রধান শেখ শাহ আলমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও-কে চিঠি দেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য নাজুমা বিবি। একগুচ্ছ অভিযোগের তালিকা-সহ এই চিঠি বিডিওকে দেন তিনি। পঞ্চায়েত প্রতিনিধির সই জাল, স্বজনপোষণ, রাস্তা তৈরির টাকা আত্মসাতের মতো একগুচ্ছ অভিযোগ তোলা হয়েছে সেখানে। 


আরও পড়ুন: Howrah: টানা বর্ষণে জলমগ্ন হাওড়া শহর, প্যান্ডেলে জল জমায় থমকে কাজ


আরও পড়ুন: আগামীকাল ৩ কেন্দ্রে নির্বাচন, কোভিড বিধি মেনে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি