কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha), অগ্নিমিত্রা পলের(Agnimitra Paul) পর ফের নিখোঁজ পোস্টার (missing poster)। এবার পোস্টার পড়ল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি (BJP) সাংসদ (MP) সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার (Surinder Singh Ahluwalia) নামে।
পর পর পোস্টার...
'নিখোঁজ পোস্টার'-র এই প্রবণতা অবশ্য নতুন কিছু নয়। কদিন আগে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামেও একই ভাবে পোস্টার পড়েছিল। বাদ যাননি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। আবার উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়েও এক প্রশ্ন ওঠে। আবার গত কাল, বর্ধমান পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চায়না কুমারির নামেও পোস্টার পড়েছিল রসিকপুরে। সেই তালিকাতেই সাম্প্রতিক সংযোজন প্রবীণ সাংসদ এস এস অহলুওয়ালিয়া। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতালে বেশ কয়েক জায়গায় পোস্টার পড়ে।
'নিখোঁজের সন্ধানে'...
কিছুদিন আগে আসানসোলে শত্রুঘ্ন সিন্হার নামে পোস্টার পড়লে হইচই তৈরি হয়। বিহারীবাবু নামে পরিচিত তিনি। কিন্তু বিহারীদের সবচেয়ে বড় উৎসব, ছটপুজোয় নিজের লোকসভা কেন্দ্রে নিখোঁজ কেন? এই ছিল পোস্টারের মূল বিষয়। ছটের আগে আসানসোলের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এমন পোস্টার পড়েছিল কুলটির বিভিন্ন এলাকায়। পোস্টারের নিচে লেখা ছিল 'বিহারী জনতা আসানসোল'। ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আনসারি দাবি করেন, 'এইসব পাগল লোকেদের কাজ। উনি তো মাসে মাসে আসানসোলে আসেন। ' এই নিয়ে বিতর্কের আবহেই নিখোঁজ পোস্টার পড়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নামে। নতুন মাত্রা পায় রাজনৈতিক বিতর্ক। তরজায় জড়ায় তৃণমূল ও বিজেপি। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চনের ক্ষেত্রেও এক জিনিস ঘটলে তিনি দাবি করেন, এর নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। ঘটনা হল, এই প্রবণতা বঙ্গ রাজনীতিতে নতুন নয়।গত বছরের শেষাশেষি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নামে পড়ে নিখোঁজ পোস্টার। পান্ডুয়ার বিভিন্ন জায়গা পোস্টার লাগানো হয়। বিজেপি এর পিছনে তৃণমূলের হাত দেখলেও, রাজ্যের শাসকদলের দাবি ছিল জনগনই সাংসদকে দেখতে না পেয়ে পোস্টার লাগিয়েছে। আবার তার কিছুদিন আগের কথা। বাবুল সুপ্রিয় তখন বিজেপিতে। পোস্টার পড়ে 'ভোটের পর থেকে নিখোঁজ বাবুল সুপ্রিয়'। পোস্টার পড়ে জামুরিয়া বাস স্ট্যান্ড এলাকায়। যা নিয়ে তুঙ্গে ওঠে তৃণমূল-বিজেপির তরজা। এরপর অবশ্য গঙ্গার জল গড়িয়েছে বহুদূর। বিজেপির বাবুল এখন তৃণমূল বিধায়ক ! সেই সংস্কৃতিতেই নতুন সংযোজন এস এস অহলুওয়ালিয়া।
আরও পড়ুন:শীতের আগমনী শুনছে কলকাতা?