রাণা দাস, পূর্ব বর্ধমান: ফের আবাস যোজনা (PM Awas Yojana) তালিকায় পঞ্চায়েত প্রধানের (panchayat pradhan) নাম ঘিরে রাজনৈতিক তরজা শুরু। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে যোগ্যদের নাম সরিয়ে নিজের এবং আত্মীয়দের নাম ঢুকিয়েছেন পঞ্চায়েত প্রধান। এবার বিতর্কে মঙ্গলকোটের Mangalkot) ভাল্য গ্রাম পঞ্চায়ত প্রধান পার্বতী ঘোষ।
কী অভিযোগ?
ভাল্য গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্বতী ঘোষের একতলা পাকা বাড়ি রয়েছে মঙ্গলকোটের ধান্যরুখি গ্রামে। আর তার পাশেই মাটির দেওয়াল ও খড়ের ছাউনি দেওয়া ভাঙা বাড়ি বিল্লনাথ ও সৌরভ ঘোষের। তবে প্রধান মন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম নেই বিল্লনাথ বা সৌরভ ঘোষের ।নাম উঠেছে পঞ্চায়েত প্রধান পার্বতী ঘোষের ও তার শ্বশুর দোনাই ঘোষের। শুধু তাই নয়। অভিযোগ, প্রধানের বাড়ির কিছুটা দূরেই তাঁর ননদের দোতলা বাড়ি রয়েছে। অথচ তাঁদেরও নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। আর যাঁদের বাড়ি সত্যিই দরকার, তাঁদের নাম নেই এই তালিকায়। অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, প্রধানের শ্বশুর, ননদ-সহ ৮ জন আত্মীয়ের নাম রয়েছে এই তালিকায়। কিন্তু এঁদের প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হতেই মঙ্গলকোটের বিডিও অবশ্য জানান, ভাল্য গ্রামের পঞ্চায়েত প্রধান-সহ বেশ কয়েক জনের নাম বাদ দেওয়া হবে তালিকা থেকে। কিন্তু প্রশ্ন হল,পাকা বাড়ি থাকা সত্ত্বেও ওই তালিকায় পঞ্চায়েত প্রধান ও তাঁর আত্মীয়দের নাম উঠল কী ভাবে? উত্তর স্পষ্ট নয়। বস্তুত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরেই তোলপাড় রাজ্য় রাজনীতি।
তালা ঝোলায় বিজেপি...
গত কাল আবাস যোজনার তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে বাঁকুড়ার বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপি। অন্যদিকে, পুরুলিয়ার আঢ়ষা ব্লকের হেশলায় বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শুরু রাজনৈতিক তরজা। সময় যত গড়াচ্ছে, ততই জমছে অভিযোগের পাহাড়। আবাস যোজনার তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয় বিজেপি। বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল গেরুয়া শিবির। অন্যদিকে, পুরুলিয়ায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া বিডিও অফিস মোড় থেকে মিছিল করে বিজেপি। মিছিল করে বিজেপি কর্মী-সমর্থকরা হাজির হন বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে। সেখানে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। তালা ঝুলিয়ে দেওয়া হয় পঞ্চায়েত অফিসে। অন্য দিকে, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস-দুর্নীতির অভিযোগ তুলে পুরুলিয়ার আঢ়ষায় রাজ্য সড়ক অবরোধ করলেন ঝুঁঝকাগ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আবাস যোজনায় প্রকৃত প্রাপকরা বঞ্চিত হয়েছেন।