কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পিকনিক করতে গিয়ে এক যুবকের মৃত্যু ঘিরে দানা বাঁধল রহস্যর। হুগলির বৈঁচিতে ডিভিসির ক্যানেলের জল থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। যদিও পরিবারের দাবি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সৌরভ অধিকারী (১৯)। বাড়ি মেমারির কোলে মল্লিকাপুরগ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সৌরভ চার বন্ধুর সঙ্গে পিকনিক করতে মেমারি থানার অন্তর্গত নুদিপুর লক গেটের কাছে যায়। পিকনিক করে সবাই বাড়ি চলে গেলেও সৌরভ বাড়ি না ফেরার কারণে সৌরভের পরিবারের লোক তাঁর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা প্রথমে না বললেও, পরে জানায় যে সৌরভ ডিভিসির জলে তলিয়ে গেছে।
পরিবার পক্ষ থেকে মেমারি থানায় জানানোর পর পুলিশ রাতে খোঁজাখুঁজি করে হদিশ না পেয়ে সিভিল ডিফেন্সকে খবর দেয়।সিভিল ডিফেন্স ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করার সময় খবর আসে পাণ্ডুয়া থানার অন্তর্গত বৈঁচি লকগেটে একটি অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ভাসছে। পান্ডুয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিবার দেহটি শনাক্ত করে। পরিবারের দাবি পরিকল্পনা করে খুন করা হয়েছে সৌরভকে।
আরও পড়ুন, টিকাকরণের পর মৃত্যু, শিশুর দেহ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ পরিবারের
অন্যদিকে, রবীন্দ্র সরোবর থানা এলাকায় মতিলাল নেহরু রোডে ছাত্রীর রহস্যমৃত্যু। বাড়ির মধ্যেই নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু। সম্পর্কের টানাপোড়েনের জেরে মৃত্যু, এমনটাই দাবি করছেন ছাত্রীর পরিবারের সদস্যরা। ছাত্রীর মৃত্যুর জেরে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ছাত্রীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ আধিকারিকরা অভিযুক্তের বাড়ির বাইরে কর্তব্যরত রয়েছেন। ওই কিশোরীর পরিবারের সদস্যের দাবি, এক বছরও হয়নি ওদের সম্পর্কের। ছেলেটি হুমকি দিত, মানসিক নির্যাতন চালাত বলেও অভিযোগ করছেন পরিবারের সদস্য।
এদিকে, মানিকপুর এলাকায় বাইক চুরির ঘটনার তদন্তে নেমে এক নিখোঁজ যুবকের হত্যা রহস্যের কিনারা করল সাকরাইল থানা ও মানিকপুর ফাঁড়ির পুলিশ। ইটভাটায় পুতে রাখা অবস্থায় জুন মাস থেকে নিখোঁজ থাকা যুবকের দেহ উদ্ধার হল। বাইক পাচার চক্রে আর কারা যুক্ত খতিয়ে দেখছে পুলিশ।