কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident)। পূর্ব বর্ধমানের (East Burdwan) রায়নায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় আহত হয়েছেন ২০ জন বাসযাত্রী। এঁদের মধ্যে দু'জনের অবস্থা বেশ গুরুতর। পূর্ব বর্ধমানের রায়নার বর্ধমান আরামবাগ রোডের মিরেপোতা বাজার এলাকার ঘটনা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান হুমগড় রুটের যাত্রীবাহী ওই বাসটি বর্ধমান আরামবাগ রোড ধরে আরামবাগের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল। রায়নার মিরেপোতা বাজার এলাকায় হঠাৎই বিকট শব্দ করে বাসটি উল্টে যায়। বাসে থাকা যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। 


হাসপাতালে আহতদের চিকিৎসার খোজখবর নিতে যান রায়নার বিধায়ক তথা জেলা সভাধিপতি শম্পা ধারা। তিনি বলেন, '২০ জন আহতের মধ্যে ২ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এঁদের একজনের বাড়ি বর্ধমানের উদয়পল্লীতে। ওই পরিবারের তিন সদস্যই জখম। এদের মধ্যে বাবার অবস্থাই সবচেয়ে খারাপ। অপর একজন আছেন যাঁর নাম বাঁসুরি ঢালি। ওঁর হাতের অবস্থা খুবই খারাপ। হাত ভেঙে পুরোটা ঘুরে গেছে বলে ডাক্তার জানিয়েছেন।'


আরও পড়ুন: Malda: 'দলকে সমর্থন করলেই মিলবে জব কার্ড,' তৃণমূল সদস্যার স্বামীর ভাইরাল অডিও ক্লিপে চাঞ্চল্য


কিন্তু ওই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সেই ব্যাপারে কী বলেন বিধায়ক? তাঁর কথায়, 'আমি যতটা শুনেছি একটা টোটোকে সাইড দিতে গিয়ে গাড়িটা উল্টে যায়।' যদিও তাঁর দাবি, রাস্তার অবস্থা ঠিকই রয়েছে। ট্রাফিকের কারণে দুর্ঘটনা ঘটে যায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান আরামবাগ রোড। অন্যদিকে ঠিক কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।


অন্যদিকে গতকালই সাঁতরাগাছিতে গাড়ির ওপর উল্টে যায় একটি ব্রেকডাউন ভ্যান। কোনা এক্সপ্রেসওয়েতে ব্রেকডাউন ভ্যান উল্টে বিপত্তি সৃষ্টি হয়। ব্রেকডাউন ভ্যান উল্টে ক্ষতিগ্রস্ত ২টি গাড়ি, অল্পের জন্য রক্ষা পায় চালক। ডোমজুড় থেকে কলকাতামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়।