রানা দাস, কাটোয়া: পূর্ব বর্ধমানের (East Burdwan) কাটোয়ায় (Katwa) ছাত্রের অগ্নিদগ্ধ মৃতদেহ ঘিরে দানা বেঁধেছে রহস্য। মৃতের পরিবারের বক্তব্য, গলায় ফাঁস দেওয়ার পর কারও পক্ষে গায়ে আগুন দেওয়া অসম্ভব। আত্মহত্যা নয় বলে দাবি পরিবারের। মোবাইল ফোনের সূত্র ধরে রহস্যভেদের চেষ্টায় পুলিশ।


বিছানায় অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে মৃতদেহ, দেহের পাশে পড়ে রয়েছে টুল, অথচ আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি ঘরের কোনও অংশ। পূর্ব বর্ধমানের (East Burdwan) কাটোয়ার (Katwa) মাধবীতলায়, একাদশ শ্রেণির ছাত্রের অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় দানা বেঁধেছে রহস্য। মৃতের নাম করণ দাস। মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরের বাসিন্দা করণ, পড়াশোনার জন্য কাটোয়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকত। শুক্রবার ভরতপুর থেকে কাটোয়ায় আসে ওই ছাত্র। ওইদিন বিকেলেই ছাত্রের ঘরে আগুন দেখতে পেয়ে পুলিশ ও দমকলে খবর দেয় প্রতিবেশীরা।


মৃতের পরিবারের দাবি, এটা আত্মহত্যার (Suicide) ঘটনা নয়। নেপথ্যে অন্য কোনও কারণ থাকতে পারে। মৃত ছাত্রের মা সুচিত্রা সাহার কথায়, “ও যদি গলায় দড়ি দেয় তাহলে কেন আগুন দেবে গায়ে? সন্দেহ থেকেই যাচ্ছে। নিজে নিয়েছে না অন্য কেউ করেছে জানতে হবে।‘’ মৃত ছাত্রের কাকিমা সান্ত্বনা সাহা বলেন, “আত্মহত্যা করার ছেলে নয়। বাড়িতে বলে রং খেলায় আসব। কোনও ঝগড়া হয়নি।’’ ছাত্রের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।


এদিকে এদিন ফ্রি স্কুল স্ট্রিটে গেস্ট হাউসে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে এক বাংলাদেশি মহিলার মৃত্যু হয়। ধোঁয়ায় অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি আরও ২ বাংলাদেশি নাগরিক। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসে আগুন লাগে। ১১টি ঘর ভস্মীভূত হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, কলকাতায় চিকিত্সা করাতে আসা ২৮ জন বাংলাদেশি ওই গেস্ট হাউসে ছিলেন। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন। পরে দমকলের ৩টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঝলসে, দমবন্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয় ৬০ বছরের শামিমাতুল বেগমের। তিনি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। গেস্ট হাউসে যান ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। সূত্রের খবর, বাংলাদেশি মহিলার মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে দ্রুত দেহ ফেরানোর ব্যবস্থা করছে বাংলাদেশ হাই কমিশন। 


আরও পড়ুন: East West Metro: তিনদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো, জারি বিজ্ঞপ্তি