কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: গাড়ির সামনে রয়েছে ভারত সরকারের বোর্ড। সেই গাড়িতে থাকা ২ ব্যক্তির বিরুদ্ধেই উঠল ছাগল চুরির অভিযোগ। চুরির অভিযোগে দুই ব্যক্তিকে বেধড়ক মারধর করলেন স্থানীয়রা। পূর্ব বর্ধমানের সরাইটিকরের ঘটনা। ওই দুই ব্য়ক্তিকে আটক করেছে পুলিশ।


কী ঘটেছে:
সরাইটিকরের শান্তিপাড়ার স্থানীয়দের একাংশের দাবি, বর্ধমান থানার সরাইটিকরে মাস দেড়েক ধরে একের পর এক ছাগল চুরি হচ্ছিল। কারা এর পিছনে রয়েছে তা ধরতে পারছিলেন না স্থানীয় বাসিন্দারা। স্থানীয়ের দাবি, বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই এলাকায় একটি গাড়ি দেখা যায়। গাড়িটির সামনে 'অন ডিউটি ভারত সরকার' বোর্ড লাগানো ছিল বলে দাবি। তারপরেই কয়েকজনের নজরে পড়ে গাড়ি থেকে দুজন নেমে একটি ছাগলকে গাড়িতে তুলছেন। তা দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। ওই দুজনতকে আটকে প্রশ্ন করা শুরু করেন তাঁরা। কিন্তু, সদুত্তর পাওয়া যায়নি। তার পরেই ওই দুজনকে মারধর করা শুরু হয় বলে দাবি। রাগের বশে গাড়িটি ভাঙচুরও করা হয়েছে। একটা সময় অভিযুক্ত দুজনকে কান ধরে ওঠবোস করানো হয়। হাতজোড় করে ক্ষমা চাইলেনও রাগ কমেনি মারমুখী জনতার। 


পরে যায় পুলিশ:
ঘটনার খবর দেওয়া হয় পুলিশ। তা শুনেই এলাকায় যায় পুলিশ। মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করা হয় অভিযুক্ত দুইজনকে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। দুজনকেই আটক করা হয়েছে। খোঁজ নেওয়া হচ্ছে গাড়িটি সম্পর্কে।


ভারত সরকারের বোর্ড লাগিয়ে কীভাবে এধরনের কাজ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। বোর্ডের আড়ালে অপরাধমূলক ঘটনা ঘটলে তা কীভাবে বোঝা যাবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এমন ঘটনায় ওই এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। দ্রুত এলাকায় নজরদারি ও নিরাপত্তা বৃদ্ধি করার দাবি তোলা হয়েছে স্থানীয়দের তরফে।


আরও পড়ুন: সরকারের জমিতে 'সরকারি' বাড়ি, ভাঙতে হল কোর্টের নির্দেশে