কাটোয়া: করোনা সংক্রমণ রুখতে কাটোয়ায় (Katwa) নো মাস্ক, নো সেল স্লোগানকে সামনে রেখে প্রচার প্রশাসনের। গতকাল এ নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মহকুমা শাসক। মাস্কবিহীন ক্রেতাকে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পুর আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কাটোয়া পুরসভার (Katwa Municipality) প্রশাসক ।


এর পরেও রবিবার সকালে কাটোয়ার (Katwa Marjet) ভিন্ন বাজারে দেখা গেল অসচেতনতার ছবি। মাস্ক ছাড়াই চলছে বেচাকেনা। প্রশ্ন করলে মিলছে নানা অজুহাত। পুলিশ প্রশাসনের নজরদারি চোখে পড়েনি । কাটোয়া পুরসভার (Katwa Municipality) তরফে জানানো হয়েছে, কোভিড বিধি মানা হচ্ছে কিনা দেখতে রাস্তা, বাস স্ট্যান্ড, ফেরিঘাটে অভিযান চালাবে পুলিশ ।


একই ছবি কলকাতাতেও (Kolkata)। বাগবাজারের (Bagbazar) গ্যালিফ স্ট্রিটে পশুপাখির বাজার। সেখানে রবিবারের (Sunday) সকালে উপচে পড়া ভিড়। মাইকে প্রচার করছে বাগবাজার (Bagbazar Market) শখের হাট ব্যবসায়ী সমিতি। তারপরেও ভ্রূক্ষেপ নেই ক্রেতাদের একাংশের। যদিও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাস্কহীন ক্রেতাদের বাজার থেকে বের করে দেওয়া হচ্ছে। বিক্রেতারা মাস্ক না পরলে সাসপেন্ড করার হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির।


আৎও পড়ুন: শীতের আমেজে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, কাল থেকে ফের বৃষ্টির ভ্রুকুটি


তালিকায় রয়েছে খান্নার হরিশা হাটও (Khanna Harisha Hat)। রবিবারের সকালে থিকথিকে ভিড়ে কোভিড বিধি (Covid Restriction) শিকেয়। অনেকেরই মুখে নেই মাস্ক। ব্যবসায়ী সমিতির তরফে মাইকে প্রচার করা হলেও, তাতে ভ্রূক্ষেপ নেই ক্রেতা-বিক্রেতাদের। ‘নো মাস্ক, নো সেল’ লেখা পোস্টারের পাশেই বিনা মাস্কে জিনিস বিক্রি চলছে। এমন ছবিও চোখে পড়েছে খান্নার হরিশা হাটে।


অন্যদিকে, করোনা রুখতে আগামীকাল থেকে চারদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ক্যানিং ব্লক প্রশাসন ও ক্যানিং বাজার সমিতি। তার আগের দিনই ক্যানিং বাজারে ধরা পড়ল বিধিভঙ্গের ছবি। কোথাও ব্যবসায়ীর মুখে মাস্ক নেই। কোথাও মাস্কবিহীন অবস্থায় বাজারে ঘুরছেন ক্রেতা। প্রশাসনিক নজরদারি চোখে পড়েনি।