রাণা দাস, কেতুগ্রাম(পূর্ব বর্ধমান) : বিধানসভা ভোটে বিজেপি লিড করেছে। তাই গত এক মাস ধরে রাস্তায় জমে থাকা জল নিকাশ করছে না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এমনই অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগ জানাতে গিয়ে শুনতে হয়েছে, যেখানে ভোট দিয়েছো সেখানে যাও। জল নিকাশ ও রাস্তা সারিয়ে দেবে তারাই। ফলে, জল-যন্ত্রণায় গত একমাস ধরে ভুগছেন কেতুগ্রাম ২ নম্বর ব্লকের উদ্ধারণপুর এলাকার বাসিন্দারা।


বিজেপির অভিযোগ তৃণমূল পরিচালিত কেতুগ্রামের সীতাহাটি পঞ্চায়েতের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান বিকাশ বিশ্বাস। তিনি বলেন, বিজেপি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। পঞ্চায়েতের তরফে পাম্প মেশিন লাগিয়ে জল নিকাশ করে দেওয়া হয়। এছাড়াও জেলা পরিষদের তরফে টেন্ডার পাস হয়ে গেছে, রাস্তা সারাইয়ের কাজ শুরু করা হবে শীঘ্রই।


কেতুগ্রাম ২ নম্বর ব্লকের উদ্ধারণপুর বাজার এলাকায় দেড় কিলোমিটার রাস্তা কয়েক বছর ধরে খানাখন্দে ভরা। বৃষ্টি হলে অধিকাংশ সময় এই রাস্তায় জল জমে থাকে। গত একমাস ধরে জল জমে থেকে সেই রাস্তা এখন ডোবায় পরিণত  রয়েছে। ফলে, বন্ধ রয়েছে এই রাস্তায় যান চলাচল। হাঁটুসমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। রাস্তায় জমা জলে সাঁতার কেটে বেড়াচ্ছে হাঁস।


একাংশ এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তা কয়েক বছর ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়নি। উঠে গেছে রাস্তার পিচ। মাটি বেরিয়ে রাস্তার খানাখন্দে জল জমছে। আর রাস্তা সারাইয়ের কথা পঞ্চায়েতকে জানালে তাঁদের শোনানো হচ্ছে, যাঁদের ভোট দিয়েছি তাঁদের বলতে। জল নিকাশি ও রাস্তা সারাই নিয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন করেও কোনও লাভ হয়নি।


বিজেপির অভিযোগ, গত বিধানসভা ভোট ও তার আগে থেকেই এই এলাকায় বিজেপি লিড পেয়ে আসছে। এই কারণেই তৃণমূল গ্রামবাসীকে জল-যন্ত্রণা দিচ্ছে। তবে এ বিষয়ে কাটোয়ার মহকুমা শাসক জামেলা ফতেমা জেবা জানিয়েছেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।