রাণা দাস, কালনা : এসে গেল মাহেন্দ্রক্ষণ। কাল রাম মন্দিরের উদ্বোধন। সন্ধের অযোধ্যায় উপচে পড়ছে আলো। চারিদেক উৎসবের আমেজ। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। কেউ কেউ আবার নিজের এলাকাতে থেকেই উৎসবের আনন্দে মেতে উঠছেন। নিচ্ছেন নিজ নিজ উদ্যোগ। এবার ব্যক্তিগত উদ্যোগে অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠার দিনই কালনাতেও প্রতিষ্ঠা হবে ১৪ ফুটের রাম মূর্তি। দেড় লক্ষ টাকা খরচ করে এই মূর্তি বসবে কালনা শহরের আরএমসি মার্কেট সংলগ্ন এলাকায়। তারই প্রস্তুতি চলছে জোর কদমে।  


অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার দিনই কালনাতেও রামের মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন রামভক্ত সমীর দাস। রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে যুক্ত হলেও, এ উদ্যোগ তাঁর ব্যক্তিগত বলে জানান সমীরবাবু। আগামীকাল ২২ জানুয়ারি কালনার আরএমসি মার্কেট সংলগ্ন একটি জায়গায় বেদি বানিয়ে পুজো পাঠের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে রামলালার এই মূর্তি। 


সমীরবাবু তাঁর সিদ্ধান্ত মতোই মাস দেড়েক আগে কালনার চড়কতলা এলাকার শিল্পী জগৎ মণ্ডলকে এই মূর্তি তৈরির বরাত দেন। বরাত পেয়ে শিল্পী জগৎ দাস কয়েকজনকে সঙ্গে নিয়ে এই কাজ শুরু করেন। শিল্পীর কথায়, ১৪ বছর রামচন্দ্র বনবাসে ছিলেন। আর সেই কারণে ১৪ ফুটের এই রামমূর্তি তৈরির বরাত। মূলত মার্বেল ডাস্ট ও ফাইবার গ্লাস মেটিরিয়াল দিয়ে তৈরি হচ্ছে ১৪ ফুটের রামের মূর্তি। সমীর দাস বলেন, আমি রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। আর সেই মতো যখন জানতে পারি অযোধ্যায় রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে ২২ জানুয়ারি, সেইমতো রামের মূর্তি বসানোর উদ্যোগ নিই। যদিও প্রথমে কাউকে পাশে না পেলেও, এখন বহু মানুষ আমার পাশে রয়েছেন। বিজেপিও পাশে দাঁড়িয়েছে।


অযোধ্যায় কাল রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রীর হাতে হবে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। শেষ লগ্নে প্রস্তুতি। উৎসবমুখর রামভূমি। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির।